দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৬ জানুয়ারী : রাস্তার উপরে দাঁড়িয়েছিল একটি ট্রাক্ট্রর । বেপরোয়া গতিতে যাওয়ার সময় ট্রাক্ট্রটি নজরে না পড়ায় তার পিছনে এসে সজোরে ধাক্কা দেয় একটি মোটরবাইক । বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনকাপাসি বাসস্ট্যান্ডের কাছে । সেই সময় বাইকটিতে ৩ জন আরোহী ছিলেন । দূর্ঘটনার জেরে তাঁদের ৩ জনেরই মৃত্যু হয় ৷ মৃতদের নাম আসিফ ইকবাল শেখ(২৩), নজরুল শেখ(২১) ও মনিরুল শেখ(১৪) । তাঁদের প্রত্যেকের বাড়ি মঙ্গলকোটের দুরমুট গ্রামে । মৃতদের মধ্যে নজরুলের সহদর ভাই মনিরুল । আসিফ ইকবাল শেখ তাঁদের প্রতিবেশী । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
জানা গেছে,দুরমুট গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সেলিম শেখের দুই ছেলের মধ্যে বড় নজরুল কাটোয়া কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন । ছোট মনিরুল বনকাপাসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করত । অন্যদিকে তাঁদের প্রতিবেশী আসিফ ইকবাল একটি চালকলে কাজ করতেন । তিন জন মিলে বাইকে চড়ে বীরভূমের বাসাপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল বলে জানিয়েছেন সেলিম শেখ ।
জানা গেছে,বাইকটি চালাচ্ছিলেন আসিফ ইকবাল । তাঁর পিছনে বসেছিল দু’ভাই নজরুল ও মনিরুল । বাইকটি বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ ধরে যাওয়ার সময় বনকাপাসি বাসস্ট্যান্ড পেরিয়ে কিছুটা এগুতেই দূর্ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বাইকটি প্রবল গতিতে চালানো হচ্ছিল । সেই সময় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটি খেয়াল করতে পারেনি বাইক চালক । যার ফলে বাইকটি ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা দেয় ।
জানা গেছে,চালকসহ ৩ বাইক আরোহী রাস্তার উপরে ছিটকে পড়েন । স্থানীয় লোকজন তাঁদের রক্তাক্তবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।।