এইদিন স্পোর্টস নিউজ,০৭ মার্চ : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগটা ভালো কাটল না রিয়াল মাদ্রিদের। বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে থেকেও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের ১-১ গোলে রুখে দিয়েছে জার্মান ক্লাব লাইপজিগ। তবে ড্র করেও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল কার্লো আনচেলত্তির দল। বিদায় নিলো জার্মান ক্লাবটি।
বুধবার রাতে রিয়াল মাদ্রিদের হোম স্টেডিয়ামে দুই দলের ফিরতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এই ম্যাচের প্রথমার্ধ ০-০ গোলে টাই শেষ হলেও খেলার দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র খেলাকে ১-০ গোলে এগিয়ে দেন। এই গোলের দুই মিনিট পর রিয়াল মাদ্রিদ গোলের সূচনা করেন এবং এই খেলার ফলাফল ১-১ গোলে টাই করে।
এই ফলাফলের মাধ্যমে, রিয়াল মাদ্রিদ ফুটবল দল কোয়ার্টার-ফাইনাল পর্বে উঠেছিল কারণ তারা প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা দুই ম্যাচে জয়হীন থাকল রিয়াল মাদ্রিদ। দুটো ম্যাচই ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। কিছুদিন আগে লা লিগায় ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল করেও বঞ্চিত হয়েছিলেন বেলিংহাম। গোলের দাবি জানাতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি ।।