এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ আগস্ট : কেন্দ্রের আনা ওয়াকক সংশোধনী বিল ইতিমধ্যেই আইনে পরিনত হয়ে গেছে । দেশের ওয়াকফ বোর্ডগুলিকে এক নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তাদের সম্পত্তির বিবরন তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু সংসদে যখন ওয়াকফ বিল পাস হয়, তারপর পশ্চিমবঙ্গ জুড়ে কার্যকর তাণ্ডব চালিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস । মমতা ব্যানার্জির স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি ওয়াকফ সংশোধনী আইন মানবেন না । কিন্তু মালদা জেলার রতুয়ায় ওয়াকফ সম্পত্তি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মমতা ব্যানার্জির দলেরই একাংশের বিরুদ্ধে । অভিযোগটি তুলেছেন খোদ মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় । যে কারণে চাপে পড়ে গেছে শাসক দল । ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে বিজেপি ।
তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় দাবি করেছেন, রতুয়ায় ওয়াকফের অন্তত ৬৪ বিঘা জমি মাফিয়ারা দখল করে বিক্রি করে দিয়েছে । তিনি নাম না করে নিজের দলের একাংশের জড়িত থাকার ইঙ্গিত দিয়ে বলেছেন,’যারা এই কাজ করছে তারাই যে যখন ক্ষমতায় থাকে তাদের আশ্রয়ে থাকে ।’ বিষয়টি নিয়ে বিধায়ক রতুয়া থানায় অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে । তিনি জমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন।গ্রামবাসীরাও ওয়াকফের জমি দখল করে বিক্রির ঘটনাকে সত্য বলে দাবি করে বলেছেন,’চোখের সামনে এই অন্যায় দেখলেও আমরা মুখ খুলতে পারি না । কারন জমি মাফিয়াদের এতটাই দাপট যে মুখ খুললেই খুন হয়ে যেতে হবে ৷’
এদিকে রতুয়ার বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া শাসকদলের বিরুদ্ধে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন । তিনি বলেন, ওয়াকফের প্রকৃত সম্পত্তি চিহ্নিত করতেই কেন্দ্র সরকার সংশোধিত আইন এনেছে ৷ একদিকে তৃণমূল এই আইনের বিরোধিতা করছে,অন্যদিকে তৃণমূলের নেতারাই ওয়াকফের সম্পত্তি দখল করে বিক্রি করে দিচ্ছে । এটা তৃণমূলের দ্বিচারিতা ছাড়া আর কিছু নয় ।’ যদিও সিপিআইএম নেতা দেবাশীষ সাহার দাবি, মুসলিম ভোট টানার জন্য নাটক করছেন তৃণমূল বিধায়ক ।।