প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ মে : রেশনের খাদ্য সামগ্রী পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন এক ডিলার ।ধৃতের নাম জয়দেব মুখোপাধ্যায়।পূর্ব বর্ধমানের মেমারি থানার বেনেগ্রামে তার বাড়ি। মেমারি ২ ব্লক খাদ্য পরিদর্শকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ বুধবার রাতে তাকে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে । বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে ।তদন্তের প্রয়োজনে ধৃতকে ৫ দিন পুলিশি হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার সমীর ঘোষ।ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে ৩ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, রিকশয় চাপিয়ে নিয়ে গত শনিবার রাতে গম ও কেরোসিন পাচার করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা রিকশটিকে আটকায়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পারেন, খোলাবাজারে বিক্রির জন্য গণবন্টনের গম ও কেরোসিন তেল পাচার করা হচ্ছিল।এরপরেই বাসিন্দারা ওইসব মালপত্র আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকার বাসিন্দারা গণবন্টনের সামগ্রী পাচারের ঘটনার কথা জানিয়ে খাদ্য দপ্তরে অভিযোগ জানান। তার ভিত্তিতে তদন্তে নামে খাদ্য দপ্তর। প্রাথমিকভাবে রেশন ডিলারের দেওয়া গণবন্টনের মালপত্রের গরমিল খুঁজে পান তদন্তকারী মেমারি ২ ব্লকের খাদ্য পরিদর্শক।
ধৃতের কাছ থেকে ৩ কুইন্ট্যাল ৫০ কেজি গম ও কেরোসিনের ৪টি খালি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।বুধবার খাদ্য পরিদর্শক রেশন ডিলারের বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সরকারি জিনিস আত্মসাতের ধারায় মামলা রুজু করে পুলিশ রেশন ডিলার জয়দেব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে ।
মেমারির বেনেগ্রামের বাসিন্দাদের অভিযোগ, এর আগেও জয়দেবের বিরুদ্ধে রেশনের মালপত্র পাচারের অভিযোগ উঠেছিল। যদিও অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখোপাধ্যায় এদিন রেশনের মাল পাচারের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, অনেকে রেশন নেন না। সেইসব উপভোক্তার কাছ থেকে তিনি মালপত্র কিনে নিয়েছেন। সেইসব সামগ্রী বাজারে পাঠানোর সময় এলাকার লোকজন তাঁকে আটকায়। জয়দেব বাবু দাবি করেন,তাঁর হিসাবেও কোন গরমিল নেই।।