সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : পূর্ব বর্ধমান জেলার ভাতার জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে রথযাত্রা উৎসব উপলক্ষে ভাতার হাই স্কুল মাঠে কয়েকদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা। আজ রবিবার ভাতার মহাপ্রভুতালা থেকে শুরু হয় রথযাত্রা। রথের দড়ি টানতে অংশ নেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনারসহ হাজার হাজার পুণার্থী। ভাতার বাজারের রাস্তায় জনস্রোতের চিত্র ফুটে ওঠে। কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাতার বাজারে মোতায়েন ছিল ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী। রাস্তার পাশে বিভিন্ন সংগঠনের সদস্যরা পুন্যার্থীদের জন্য জলসত্রের আয়োজন করেন। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী প্রভু জগন্নাথ দেবের কাছে সকলের মঙ্গল কামনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাতারের রথযাত্রা উৎসব একটা বৃহৎ আকার ধারণ করেছে। কয়েকদিন যাবত নামিদামি শিল্পীদের নিয়ে ভাতার হাইস্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।