প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ আগস্ট : শিল্প কর্মের দুনিয়ায় এ যেন সত্যি চমকে দেওয়ার মতই এক শিল্প কীর্তি।তুলি বিনা নিজের নাক ও দাড়ি দিয়ে স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকার আদলে রঙিন ভারতের মানচিত্র আঁকলেন তরুণ শিল্লী রতন দাস।তাঁর এমন শিল্পসৃষ্টি শিল্পিমহলকেও তাক লাগিয়ে দিয়েছে ।
শিল্পি রতন দাসের বাড়ি পূর্ব বর্ধমান জেলার
মঙ্গলকোটের দাসগড় গ্রামে। ছোট বয়স থেকেই ছবি আঁকার নেশা পেয়ে বসে তাকে । ২০২১ সালে স্নাতক হওয়ার পরেও ছবি আঁকা থেকে বিরত থাকে নি রতন । বাবা প্রয়াত হয়েছেন । বাড়িতে মা , স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে তাঁর সংসার । তিনিই পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি । সংসারের যাবতীয় দায়দায়িত্ব তাঁকেই সামলাতে হয় ।কিন্তু তাতে কি ! ছবি আাঁকা ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারেন না রতন ।নানা ভাবে ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দেওয়ার মধ্যদিয়ে রতন যেন আলাদা আনন্দ খুঁজে পান । ঋষি মনি ঋষিদের ছবি এর আগে তিনিঅনেক এঁকেছেন। কলকাতা, দিঘা সহ বিভিন্ন জায়গায় ছবি আঁকতে গিয়ে রতন পুরস্কৃতও হয়েছে।
৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রতন ঠিক করে রেখেছিল ভিন্ন আঙ্গিকে দেশের মানচিত্রে রঙিন ছবি এঁকে তিনি সবাইকে তাক লাগাবেন। সেটাই মঙ্গলবার তিনি করে দেখালেন । রতন দাস জানান,তিনি আগে থেকেই ঠিক করে রেখে ছিলেন এদিন দেশের মানচিত্রের ছবি আঁকায় রঙের ব্যবহার করবেন তুলি ছাড়াই।সেইমত বোর্ডে আর্ট পেপার লাগিয়ে নেন । তুলি দূরে সরিয়ে রাখেন। হাতও ব্যবহার করেন না । তার পরিবর্তে নিজের নাক ও দাড়ির সাহায্যে গেরুয়া , সাদা , সবুজ ও নীল রঙ দিয়ে ১৫ মিনিটের মধ্যে তেরঙ্গা জাতীয় পতাকার আদলে ভারতের মানচিত্রের ছবি আঁকেন“। নাক ও দাড়ি দিয়ে জাতীয় পতাকার আদলে রতনের দেশের মানচিত্রে ছবি আঁকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও দেখে অনেকেই রতনের এমন শিল্পকীর্তির প্রশংসাও করেছেন।।