এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১০ সেপ্টেম্বর : টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১ এর জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে দল ঘোষনার পরেই অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন রশিদ খান । এনিয়ে রশিদ খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একজন অধিনায়ক ও দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে দল নির্বাচনের সময় আমার অংশগ্রহন করার অধিকার ছিল । এসিবি(Afganistan cricket board) মিডিয়া থেকে যে দলটি ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে আমার কোনও মতামত নেয়নি নির্বাচক মন্ডলী ও এসিবি । সেই কারনে আমি অবিলম্বে আফগানিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি । আফগানিস্তানের হয়ে খেলার সময় আমি সর্বদা গর্ব অনুভব করেছি ।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১-এর জন্য নিজেদের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ৷ ওই দলে রয়েছেন রশিদ খান(অধিনায়ক), রহমনুল্লাহ গুরবাজ(উইকেট রক্ষক), হজরতুল্লাহ জজাই, উসমান ঘানি, অসগর অফগান, মহম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, হশমতুল্লাহ শাহিদি, মহম্মদ শহজাদ, মুজিব উর রহমান, করিম জন্নত, গুলবদিন নইব, নবীন উল হক, হামিদ হসন, শরাফুদ্দিন অশরফ, দৌলত জাদরান, শপুর জাদরান ও কায়স অহমেদ ৷ দলে ৬ জন বোলার, ৪ জন অলরাউন্ডার রাখা হয়েছে । ২ জনকে রিজার্ভে রাখা আছে ।
এদিকে দল ঘোষনার অব্যবহিত পড়েই টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন রসিদ খান । তাঁর আচমকা সিদ্ধান্তের ফলে বিস্মিত তাঁর অনুগামীরা ।।