এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২১ এপ্রিল : মাথা,হাত ও পা টিপে দেওয়ার জন্য মাসিক ৩০ হাজার টাকা বেতনের টোপ দিয়ে কর্মচারী রেখেছিল এক সমকামী মৌলবী । মাস পোহালে বেতনের পুরো টাকা তো দিতই না,উলটে কর্মচারীকে সে ধর্ষণ করতে শুরু করে । সেই রাগ চেপে রাখতে না পেরে ছুরি এবং বঁটি দিয়ে মালিককে কুপিয়ে খুন করল কর্মচারী । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় । বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩ ) ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে মাওলানা জালাল উদ্দিন জালালী নামে ওই মৌলবীর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ । পাশাপাশি গ্রেফতার করা হয়েছে জালাল উদ্দিন জালালীর কর্মচারী হাফেজ হাসান আহমেদ ওরফে লাক্ষাতুরাকে ।
জানা গেছে,ঢাকার রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ছয়তলা ভবনের ছয়তলায় ফ্ল্যাটে ভাড়া থাকতেন মধ্যবয়স্ক মৌলবী মাওলানা জালাল উদ্দিন জালালী । মাথা,হাত ও পা টিপে দেওয়ার জন্য মাসিক ৩০ হাজার টাকা বেতনের টোপ দিয়ে হাফেজ হাসান আহমেদকে সে কাজে লাগিয়েছিল । হাসান আহমেদের অভিযোগ,ওই মৌলবী পুরো বেতন দিতেন না, হাত-পা-মাথা টেপাতেন । আর সেই সময় তাকে অপ্রাকৃত যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করত মাওলানা জালাল উদ্দিন জালালী ।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা বলেন,বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা নাগাদ মাদ্রাসার খতিব আহসানুল্লাহ রূপনগর থানায় এসে খবর দেন যে মাওলানা জালাল উদ্দিন জালালীর ফ্ল্যাট তালাবদ্ধ রয়েছে । চাবি পড়ে আছে ফ্ল্যাটের দরজার সামনে। চাবিতে রক্তের দাগ । ডাকাডাকি করলে ভেতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি । এরপর রূপনগর থানার পুলিশ গিয়ে ফ্লাটের দরজা খুলে ভিতরে ঢুকলে ঘরের ভিতরে জালাল উদ্দিনের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে ।’ তিনি বলেন,’দেহ উদ্ধারের পাশাপাশি পাশের ভবনের সিঁড়ির নিচ থাকা জালাল উদ্দিনের সহযোগী হাসান আহমেদকে আটক করা হয় । তার জামা কাপড়ে রক্তমাখা ছিল এবং হাতেও রক্তের দাগ ছিল । জিজ্ঞাসাবাদে সে খুনের কথা কবুল করে ।’
রূপনগর থানার ভারপ্রাপ্ত ওসি আরিফুর রহমান সরদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত হাসান জানায়, ফজরের নামাজের পর আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে তাকে দিয়ে হাত-পা টেপাচ্ছিলেন জালাল । সেই সময় হাসান বকেয়া বেতন চাইলে তিনি দিতে অস্বীকার করেন। তখন হাসান ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে তার ওপর আক্রমণ করে। তাকে ছুরি এবং বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে ।’ তিনি জানান, ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ছুরি, বঁটি ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । নিহতের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত করা হয় । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।।