এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ এপ্রিল : ধর্ষণের শিকার এক কিশোরী বাংলাদেশের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। অন্যদিকে এই ঘটনায় তার নিজের কাকাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার হাসপাতালে স্বাভাবিকভাবে ওই সন্তানের জন্ম দেয় কিশোরী ৷ তারপর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনকে আসামি করে মামলা করেন। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন শুক্রবার বলেন,’শিশু ধর্ষণের অভিযোগে আসামিকে (২৬) গ্রেপ্তার করে মঙ্গলবার বিকালেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ওই কিশোরীকে বৃহস্পতিবার বিকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম। মামলা প্রসঙ্গে পুলিশ জানায়, ২০২৪ সালের ২ মে রাতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাড়িতে কিশোরীকে তার নিজের কাকা ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে ভয় দেখানো হয়। কিন্তু তিন মাস পর তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি জানাজানি হয়। পরে পরিবার ওই ভাড়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। তখন পরিবার লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে বলে মামলায় বলা হয়। এতে আরও বলা হয়, মঙ্গলবার সকালে কিশোরী প্রসব বেদনা নিয়ে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হয়। আজ শুক্রবার দুপুরে ছেলে সন্তানের জন্ম দেয়।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুর জন্মের পরই কিশোরী হাসপাতালের কাউকে কিছু না বলে চলে যায়। কিন্তু মামলা হওয়ার পর তারা আবার হাসপাতালে ফিরে আসে। বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দিয়ে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওতার পরামর্শ দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই নার্গিস খাতুন বলেন, “মামলার স্বার্থে আসামিকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ এবং তার ডিএনএ পরীক্ষা করা হবে।’।