এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০১ জুন : মৃত মহিলাকে ধর্ষণের ঘটনায় ব্রিটিশ আইন আজও বলবৎ আছে এদেশে । সেই আইন অনুযায়ী মৃত মহিলার ধর্ষণ একটি শাস্তিযোগ্য অপরাধ নয় । বর্তমান আইন মোতাবেক এই ধরনের কাজকে স্যাডিজম এবং নেক্রোফিলিয়া হিসাবে বিবেচনা করা হয় । ফলে মৃত মহিলাকে ধর্ষণের মত ঘৃণ্য কাজ করেও লঘুদণ্ড পেয়ে যায় অপরাধী । এবার ওই আইন সংশোধনের জন্য কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করেছে কর্ণাটক হাইকোর্ট । সরকারের কাছে আদালত সুপারিশ করেছে যে ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৭৭ (অপ্রাকৃতিক যৌন অপরাধ) ধারা সংশোধন করা উচিত বা এই বিষয়ে নতুন একটা আইন করা উচিত । এতে মৃত মহিলাদের মর্যাদা রক্ষা হবে । আদালত বলেছে, মৃতদেহের সাথে সঙ্গমের মত অপরাধের ক্ষেত্রে আসামিদের শাস্তি দেওয়ার কোনো সম্ভাবনাই নেই । গত মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বি বীরাপ্পা এবং ভেঙ্কটেশ নায়েক টি-এর একটি ডিভিশন বেঞ্চ এই সুপারিশ করেন ।
আদালত বলেছে যে কানাডা, ইংল্যান্ড,নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশে নারীর মৃতদেহ নিয়ে সংঘটিত অপরাধ শাস্তিযোগ্য। ভারতেও এই ধরনের নিয়ম চালু করা দরকার। এতে মৃতদেহের মর্যাদা রক্ষা হয়। অতএব, কেন্দ্রীয় সরকারের উচিত ছয় মাসের মধ্যে এই দিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ।
বছর সাতেক আগে কর্ণাটকের তুমকুর জেলায় একজন তরুনীকে ধর্ষণ করে হত্যা করা হয় । ২০১৫ সালের জুন মাসে ২১ বছর বয়সী ওই তরুনী কম্পিউটার ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলেন । তখন রাস্তা থেকেই তাকে অপহরণ করা হয় । পরে তরুনীর গলা কাটা দেয় উদ্ধার করে পুলিশ । ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ জানতে পারে তরুনী ধর্ষণ করা হয়েছিল । ওই ঘটনায় অভিযুক্ত ছিল রঙ্গারাজুর নামে এক ব্যক্তি । ওই মামলায় ২০১৭ সালের আগস্টে রঙ্গারাজুরকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি জরিমানার সাজা শোনায় দায়রা আদালত । কিন্তু বিচারিক আদালত হত্যার অপরাধে দায়রা আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে এবং মৃতদেহের সঙ্গে সঙ্গম করার অভিযোগ থেকে খালাস দিয়ে আপিলের আংশিক রায় দেয় । একইভাবে ধর্ষণের অপরাধে আইপিসির ৩৭৬ ধারার অধীনে আরোপিত ১০ বছরের কারাদণ্ড বাতিল করা হয় ।
কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বি বীরাপ্পা এবং ভেঙ্কটেশ নায়েক টি-এর ডিভিশন বেঞ্চ-এর মতে মৃতদেহের সাথে মিলনের মতো মামলায় ধর্ষণের অভিযোগে অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো নিয়ম নেই । আইপিসির ৩৭৭ ধারার অধীনে কোনও জীবিত পুরুষ, মহিলা বা প্রাণীর সাথে অস্বাভাবিক যৌন মিলন করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে । অতএব, এই ধারাটি সংশোধন করে পুরুষ, মহিলা বা প্রাণীর মৃতদেহ অন্তর্ভুক্ত করার সময় এসেছে । রঙ্গারাজুর ঘটনার ক্ষেত্রে সে প্রথমে ভিকটিমকে হত্যা করে তারপর লাশের সঙ্গে যৌন মিলন করেছিল । আইপিসির ৩৭৫ এবং ৩৭৮ ধারার অধীনে সংজ্ঞায়িত অস্বাভাবিক যৌন কাজ একটি অপরাধ হিসাবে বিবেচিত হয় না । আইপিসির ৩৭৬ ধারার অধীনে এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে অভিহিত করা হয় না ।।

