এইদিন ওয়েবডেস্ক,চিত্রকুটা(উত্তরপ্রদেশ),০২ আগস্ট : উত্তরপ্রদেশের চিত্রকুটায় ১৭ বছরের এক স্কুলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই শিক্ষক সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত ৩ জনের নাম ইরশাদ, মুইন ও আদিত্য । চতুর্থ জন নির্যাতিতার খুড়তুতো ভাই । কিশোরীকে শিক্ষকের কাছে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে ।
পুলিশ সুপার বৃন্দা শুক্লা জানিয়েছেন,দশম শ্রেণির ছাত্রী গত পাঁচ মাসে স্কুলে একাধিকবার শিক্ষক ও অধ্যক্ষের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে । গত ২৬ শে জুলাই এবিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্ত ইরশাদ, মুইন ও আদিত্যকে গ্রেফতার করে। ষড়যন্ত্র করে মেয়েটিকে শিক্ষকের কাছে নিয়ে যাওয়ার অভিযোগে মেয়েটির খুড়তুতো ভাইকেও গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান ।।