এইদিন ওয়েবডেস্ক,কালিয়াচক(মালদা),২৫ এপ্রিল : ফের ধর্ষণ-খুনের ঘটনা ঘটল এরাজ্যে । দিন কয়েক আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার জের মিটতে না মিটতেই পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এক বিধবা মহিলাকে গনধর্ষণের ঘটনা ঘটে । জামালপুরের ঘটনার প্রায় ২৪ ঘন্টার মধ্যে এবার মালদহ (Maldah) জেলার কালিয়াচকে (Kaliachak) উদ্ধার হল এক কিশোরীর মৃতদেহ । কিশোরীর পোশাক পরিচ্ছদ অবিন্যস্ত অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে । পরে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে এখনো মেয়েটির পরিচয় জানা যায়নি বলে খবর ।
স্থানীয় সূত্রে খবর,মঙ্গলবার সকালে মালদার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুর গ্রামের জমির এক পাশে ওই কিশোরীর মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । মেয়েটির পরনের কুর্তি ও জিন্সের প্যান্ট অবিন্যস্ত অবস্থায় দেখা যায় । স্থানীয় বাসিন্দাদের অনুমান ১২-১৩ বছর বয়স ওই কিশোরীর । স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন,মেয়েটি তাদের এলাকার নয় । অন্য কোথাও ধর্ষণের পর খুন করে দেহটি উজিরপুর গ্রামের জমিতে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা । জানা গেছে,নিহত কিশোরীর পরিচয় জানতে রাজ্যের বিভিন্ন থানায় তার মৃতদেহের ছবি পাঠিয়ে দিয়েছে কালিয়াচক থানার পুলিশ ।
এদিকে ছোট্ট ওই মেয়েটির দেহ উদ্ধারের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় মৃতেদেহের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পার্ক স্ট্রিট – ‘খদ্দেরের সমস্যা’
কামদুনি – ‘ছোট্ট ঘটনা’
হাঁসখালি – ‘মেয়েটা প্রেম করত’
কালিয়াগঞ্জ – ‘বিষ খেয়েছে’
কালিয়াচক – এবার কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে রেখেছেন তো? আপনার রাজ্যের কন্যাশ্রীদের লাশের স্তুপ জমছে রোজ। হয় নিরাপত্তা দিন দোষীদের আড়াল না করে শাস্তি দিন, নইলে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা না দিতে পারার দায়ভার নিয়ে পদত্যাগ করুন । ছিঃ ।।