এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ আগস্ট : ২০১৮ সালের একটি ধর্ষণ মামলায় বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেনের(Syed Shahnawaz Hussain) বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট । হোসেনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়ে ২০১ সালের নিম্ন আদালতের একটি আদেশ বহাল রেখে বিচারপতি আশা মেনন তদন্ত শেষ করার জন্য তিন মাসের সময় দিয়েছেন । পাশাপাশি এফআইআর নথিভুক্ত করার বিষয়ে ‘সম্পূর্ণ অনিচ্ছার’ (complete reluctance) জন্য তিনি মেহরাউলি(Mehrauli) থানার পুলিশকে তিরস্কার করেছেন ।
দিল্লির বাসিন্দা এক মহিলা ২০১৮ সালের জুন মাসে ট্রায়াল কোর্টে একটি মামলা রজু করেছিলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে । তাঁর অভিযোগ,ওই বছর এপ্রিল মাসে শাহনওয়াজ তাঁকে ফার্মহাউসে ডেকে পাঠিয়েছিলেন । তিনি যেতেই তাঁকে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে (sedative) মিশিয়ে পান করতে দেওয়া হয় । তারপর তাঁকে ধর্ষণ করেন শাহনওয়াজ । এমনকি তাঁকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ ওই মহিলার । অবশেষে বুধবার এই ধর্ষণ মামলায় শাহনওয়াজ হুসেনের এফআইআর দায়েরের জন্য মেহরাউলি থানাকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ।।