এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,১০ মে : ২৩ বছরের এক তরুনীকে ধর্ষণের মামলায় রাজস্থানের জল সরবরাহ মন্ত্রী মহেশ যোশীর ছেলে রোহিত জোশীর গ্রেফতারি নিশ্চিত । রোহিত নিজেও রাজ্য কংগ্রেসের সদস্য । তার বিরুদ্ধে দিল্লির সদর বাজার থানায় (Sadar Bazar police station) এফআইআর দায়ের করেছেন এক মহিলা সাংবাদিক । প্রাথমিকভাবে এই মামলাটি জিরো এফআইআর-এর মাধ্যমে রাজস্থানের সওয়াই মাধোপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল । কিন্তু সোমবার হঠাৎ ঘটনাক্রম বদলে যায় । দিল্লি পুলিশ রোহিত জোশীর বিরুদ্ধে ধর্ষণ, অস্বাভাবিক যৌনতা, ব্ল্যাকমেলিং,আক্রমণসহ ৭ টি গুরুতর ধারায় মামলা রজু করেছে । সোমবার ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় নির্যাতিতার বয়ান রেকর্ডও করা হয়েছে । ফলে রোহিত যোশীর গ্রেফতারির সম্ভাবনাও তীব্র হয়েছে । খুব শীঘ্রই রোহিতকে গ্রেফতার করতে দিল্লি পুলিশের দল জয়পুরে রওনা হতে পারে বলে জানা গেছে ।
এদিকে আগামী ১৩ মে উদয়পুরে আয়োজিত হতে চলেছে জাতীয় কংগ্রেসের চিন্তন শিবির । উপস্থিত থাকবেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ সমস্ত নেতারা । আর তার আগে বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে অশোক গেহলট সরকারকে ।
এখন রোহিত যোশীকে গ্রেফতার করা হলে তার বাবা মহেশ জোশীর মন্ত্রীত্ব অব্যাহত থাকবে কিনা এনিয়ে এনিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।
সুত্রের খবর, যেহেতু মহিলা সাংবাদিকের ধর্ষণ মামলাটির তদন্তভার দিল্লি পুলিশের হাতে তাই বিষয়টিকে রাজনৈতিক রঙ দিয়ে মহেশ জোশীর গদি বাঁচানোর প্লান কষছে কংগ্রেস । আর সেক্ষেত্রে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের ফোন ট্যাপিং মামলাকে হাতিয়ার করা হবে বলে খবর ।।