এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২০ জুলাই : ধর্ষণ ও মানব পাচারে অভিযুক্ত বিতর্কিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেট (Andrew Tate) প্রকাশ্যে ব্রিটেনের ইসলামিকরণের আহ্বান জানিয়েছেন । তার বিশ্বাস ব্রিটেন শীঘ্রই ইসলামি রাষ্ট্রে পরিনত হবে । তিনি বলেছেন যে ‘গ্রেট ব্রিটিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রকে তার চূড়ান্ত আকারে দেখার জন্য আমি উন্মুখ ।’
আসলে লন্ডনের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক ভবন ট্রোকাডেরোকে ( Trocadero) মসজিদে পরিণত করার মামলায় জয়ী একজন মুসলিম বিলিয়নেয়ার আসিফ আজিজের খবরের প্রতিক্রিয়ায় টেট তার টুইটার অ্যাকাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন । অ্যান্ড্রু টেট লিখেছেন,’এই ভবনটি লন্ডনের ঐতিহাসিক কেন্দ্রের মাঝখানে আক্ষরিক অর্থে মৃত কেন্দ্র। আশ্চর্যজনক খবর । ব্রিটিশদের কোনো সহজাত সংস্কৃতি বা দেশপ্রেম নেই তাই তাদের কাছে একমাত্র বিকল্প হল ইসলামের গর্বিত পতাকা । আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী এবং আমি গ্রেট ব্রিটিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রকে তার চূড়ান্ত রূপ দেখার জন্য উন্মুখ। আলহামদুলিল্লাহ ব্রিটেন শীঘ্রই পূর্ণ ইসলামিক হবে ।’
অ্যান্ড্রু টেটের এই প্রকার মন্তব্যের পর একজন ইউজার্স লিখেছেন,’কেন গ্রেট ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র? মুসলিমরা কি দেশ দখলের “মিশন” ছাড়া খ্রিস্টান বা অন্যান্য ধর্মের সাথে বসবাস করতে পারে না ?’ অন্য একজন ইউজার্স লিখেছেন,’আপনি যদি ইসলামকে এতটাই পছন্দ করেন, তাহলে রোমানিয়ার মতো খ্রিস্টান দেশে থাকবেন না, কারন যেখানে খুব কম মুসলিম আছে। পশ্চিমে ফিরে যান, অথবা আপনি ইরান বা পাকিস্তানেও থাকতে পারেন। যাই হোক, প্লিজ, চুপ কর ।’
প্রসঙ্গত,অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে । ধর্ষণ এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী এবং প্রমাণিত মহিলা-বিটারের সাথে অপ্রাপ্তবয়স্কদের পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে । ওই সমস্ত অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর গত বছর ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন অ্যান্ড্রু টেট । তার একটি বিতর্কিতভাবে ইসলাম ধর্ম প্রচারের ইতিহাস রয়েছে – এমনকি সন্ত্রাসবাদী সংগঠন তালেবান শাসনে মেয়েদের শিক্ষার অনুমতি দেওয়া নিষিদ্ধ করার ক্ষেত্রে সমর্থন রয়েছে তার ।।