এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৯ জানুয়ারী : রঞ্জি ট্রফি শুরুর দিনক্ষণ ঘোষণা করলেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । গত বছর করোনা মহামারীর কারণে টুর্নামেন্টটি আয়োজন করা হয়নি । এবার ১৩ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করেছিল বোর্ড । তবে দেশে তৃতীয় তরঙ্গের কারণে অনির্দিষ্টকালের জন্য এটি স্থগিত করে দেওয়া হয় । এবার টুর্নামেন্ট শুরুর দিন নিশ্চিত করে দিলেন বোর্ড প্রধান ।
একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রঞ্জি ট্রফি শুরু করার পরিকল্পনা করছি । সম্ভাব্য শুরুর তারিখ হতে পারে আগামী ১৩ ফেব্রুয়ারী । আইপিএল শুরু হচ্ছে চলতি বছরের ২৭ মার্চ থেকে । এই পরিস্থিতিতে জুন এবং জুলাই মাসে রঞ্জি ট্রফির নকআউট ম্যাচগুলি আয়োজন করা হবে । করোনার প্রেক্ষাপটে আমরা টুর্নামেন্টের ভেন্যু খুঁজছি । আমরা এই মুহূর্তে সবকিছু বিবেচনা করছি ।’
সেই সঙ্গে বিসিসিআই সভাপতি বলেন,’টুর্নামেন্টের ফরম্যাটে কোনো পরিবর্তন হবে না । আপাতত রঞ্জি ট্রফির ফরম্যাট একই থাকবে । টুর্নামেন্ট দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বটি হবে এক মাস যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২- এর আগে খেলা হবে ।’।