এইদিন ওয়েবডেস্ক,রামপুর,২৭ অক্টোবর : সমাজবাদী পার্টির(এসপি) বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী আজম খানকে দোষী সাব্যস্ত করেছে উত্তরপ্রদেশের রামপুর আদালত । যে যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাতে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর । ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় রামপুরের মিলাক বিধানসভায় নির্বাচনী বক্তৃতা দিতে গিয়ে আজম খান কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ । বিজেপি নেতা আকাশ সাক্সেনা ওই বছর ৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেন । শেষ পর্যন্ত আজম খানকে দোষী সব্যস্ত করা হয় । যদিও আজম খানের আইনজীবী বিনোদ শর্মার দাবি,আজম খান কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেননি । তাঁর বিরুদ্ধে একটি জাল মামলা করা হয়েছিল । এদিকে রামপুরের সাংসদ-বিধায়ক আদালতে এই মামলায় শুনানি শেষ হয়েছে । রায় ঘোষণা করা হবে আগামী ২৭ অক্টোবর ।।