জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,তারাপীঠ,৩০ মার্চ :
রামপুরহাট-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার মুখার্জ্জীর নেতৃত্বে ৩০ শে মার্চ তারাপীঠে পালিত হল শ্রীরামনবমী উৎসব । ব্যাণ্ড, মহিলা বাদ্যকরদের ঢাক, বিভিন্ন সাজে সজ্জিত কচিকাচাদের নৃত্য ও হরিনাম সহযোগে শহরের তিনমাথা মোড়ের তৃণমূলের দলীয় অফিস থেকে শোভাযাত্রা বের হয়। তারপর সেটি তারামা মন্দিরের পাশ দিয়ে আটলা মোড় হনুমান মন্দির হয়ে তারাপীঠ থানার সামনে শেষ হয়। প্রেমানন্দ মণ্ডল, মহাদেব সাহা, মলয় মণ্ডলের মত এলাকার পরিচিত তৃণমূল কর্মীরা ছাড়াও বহু রামভক্ত সাধারণ মানুষ শোভাযাত্রায় সামিল হয়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সুকুমার বাবু বললেন,আমরা রামভক্তরা প্রতি বছর ধুমধাম সহকারে রামনবমী পালন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম ঘটল না। তিনি আরও বললেন,আমি এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী অনেকেই তৃণমূল কর্মী হলেও আমরা রামভক্ত হিসাবে এই শোভাযাত্রার আয়োজন করেছি।।