এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৮ ডিসেম্বর : ২০২১ সালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বাড়িতে ঢুকে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশী রামজান আলির বিরুদ্ধে । দীর্ঘ তিন বছর বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে আজ বুধবার জল্পাইগুড়ির বিশেষ পকসো আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে জলপাইগুড়ি জেলা পুলিশ জানিয়েছে,২০২১ সালের ২৯ নভেম্বর ধূপগুড়ির মাগুরমারি এলাকার এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে, অভিযুক্ত রামজান আলি তার বাড়িতে ঢুকে তার ১১ বছর বয়সী মেয়েকে একা পেয়ে তাকে পোশাক খুলতে বলে। তার মেয়ে তা করতে অস্বীকার করলে সে তাকে জোর করে চেপে ধরে, তার মুখ চেপে ধরে এবং তাকে ধর্ষণ করে এবং তাকে ভয়ানক পরিণতির হুমকি দেয়। ঘটনাস্থলে নির্যাতিতার ভাই পৌঁছে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত পালিয়ে যায় । বিবৃতিতে বলা হয়েছে,এই ঘটনায় ধূপগুড়ি থানার ভারতীয় দণ্ডবিধির ৪৪৮/৩৭৬ এবি/৫০৬ এবং পকসো আইনের ৬ ধারার অধীনে মামলা রজু করা হয় । তদন্তকারী অফিসার এসআই শশধর রায় সিংহ নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ জল্পাইগুড়ির বিশেষ পকসো(POCSO) আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।।