রামায়ণ জয় মন্ত্রম্ হলো রামায়ণের সুন্দরকাণ্ডের একটি অংশ (৪২তম সর্গ, শ্লোক ৩৩-৩৭), যেখানে হনুমান নিজেকে রামের সেবক হিসেবে পরিচয় দেন এবং বিজয়ী হন।
রামায়ণ জয় মন্ত্রম্
জয়ত্যতিবলো রামো লক্ষ্মণশ্চ মহাবলঃ
রাজা জয়তি সুগ্রীবো রাঘবেণাভিপালিতঃ ।
দাসোহং কোসলেংদ্রস্য রামস্যাক্লিষ্টকর্মণঃ
হনুমান্ শত্রুসৈন্যানাং নিহংতা মারুতাত্মজঃ ॥
বঙ্গার্থ : জয়ী হন বলবান রাম, বলবান লক্ষণ এবং রাঘব কর্তৃক পালিত সুগ্রীব রাজা ।আমি কোসলেস্ত্রের (রাজা) দাস, অক্লান্তকর্মী রামের (সেবক)। আমি হনুমান, শত্রুসেনাদের বিনাশকারী এবং পবনের পুত্র।
ন রাবণ সহস্রং মে যুদ্ধে প্রতিবলং ভবেত্
শিলাভিস্তু প্রহরতঃ পাদপৈশ্চ সহস্রশঃ ।
অর্ধয়িত্বা পুরীং লংকামভিবাদ্য চ মৈথিলীং
সমৃদ্ধার্ধো গমিষ্যামি মিষতাং সর্বরক্ষসাম্ ॥
অর্থ: যুদ্ধের সময় হাজার রাবণও আমার শক্তির সাথে পাল্লা দিতে পারবে না। আমি পাথর ও হাজার হাজার গাছপালা দিয়ে আঘাত করব।লঙ্কাকে বিধ্বস্ত করে, মৈথিলীর (সীতা) কাছে প্রণাম করে আমি সকল রাক্ষসের সামনেই আমার উদ্দেশ্য সিদ্ধ করে ফিরে যাব।

