এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ এপ্রিল : আজ রবিবার গোটা রাজ্য জুড়ে ধুমধাম সহকারে পালিত হচ্ছে পবিত্র রামনবমী উৎসব । ব্যতিক্রম দেখা গেল না পূর্ব বর্ধমান জেলার ভাতারেও । গেরুয়া কপিধ্বজ হাতে তরুন প্রজন্মের ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ভাতার বাজারের আকাশ বাতাস । রামনবমী উপলক্ষে তরুন প্রজন্মের পাশাপাশি এলাকার মহিলাদের মধ্যেও দেখা যায় প্রবল উন্মাদনা । ডিজেতে বাজানো জনপ্রিয় ধর্মীয় সঙ্গীত “ভারত কি বাচ্ছা বাচ্ছা জয় শ্রীরাম বোলেগা” গানের তালে নৃত্য করতে দেখা গেছে মহিলাদেরও । দেখুন ভিডিও 👇
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যৌথ উদ্যোগে আজ ভাতার বাজারে রামনবমী উৎসবের আয়োজন করা হয়েছিল । ভাতার বাজারে মহাপ্রভু তলা থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রাটি দমকল অফিস ঘুরে কদমতলা মোড় হয়ে পুনরায় মহাপ্রভু তলায় এসে শেষ হয় । কয়েক’শ তরুন-তরুনী ও গৃহবধূ এই শোভাযাত্রায় পা মেলান । শোভাযাত্রা উপলক্ষে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা দেখা যায় ।।