এইদিন ওয়েবডেস্ক,অযোধ্যা,২২ জানুয়ারী : প্রায় পাঁচ শতাব্দীর সংগ্রাম এবং কয়েক দশকের অপেক্ষার পরে, অবশেষে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং রাম লালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। রাম মন্দিরের স্বপ্ন, যা প্রায় ৪৯৬ বছর ধরে ভারতের কোটি কোটি হিন্দু দেখেছিলেন, তা সত্যি হয়েছে। আজ সোমবার অযোধ্যায় রামজন্মভূমিতে নির্মিত বিশাল রাম মন্দিরে রাম লল্লার আনুষ্ঠানিক ভাবে প্রাণ প্রতিষ্ঠা হল । মন্দিরের গর্ভগৃহে সেই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ কয়েকজন পুজারি ।
প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে অযোধ্যার রামমন্দিরে রাম লালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধন শাস্ত্র সম্মতভাবে সম্পন্ন হয়েছে এদিন । মন্দিরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মন্দির নির্মাণ শ্রমিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের গায়ে ফুল বর্ষণ করেন। এসময় তিনি মন্দির প্রাঙ্গণে শিব মন্দিরসহ অনেক মন্দির পরিদর্শন করেন। এদিকে জটায়ু পুথালির মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী ।
প্রসঙ্গত,রামমন্দিরের উদ্বোধনের জন্য দীর্ঘ ১১ দিন ধরে উপবাস ব্রত পালন করছিলেন প্রধানমন্ত্রী । অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজের হাত থেকে চরনামৃত গ্রহণ করে প্রধানমন্ত্রী তাঁর ১১ দিনের উপবাস ভঙ্গ করেন । সর্বশেষ খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় উপবাস ভঙ্গ করার পর অযোধ্যা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ।।