এইদিন ওয়েবডেস্ক,মুম্বই,২২ জানুয়ারী : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ ফারুক আবদুল্লাহকে সম্প্রতি সাংবাদিকদের ক্যামেরার সামনে হিন্দু দেবদেবীর ভজন গাইতে শোনা গিয়েছিল । আজ সোমবার অযোধ্যায় শ্রীরাম মন্দিরের উদ্বোধনের প্রাক্কালে এবারে তিনি প্রশ্ন তুলেছেন যে ভগবান রাম কি শুধু একচেটিয়াভাবে হিন্দুদের অন্তর্গত এবং ভগবান রাম একটি একক মন্দিরে সীমাবদ্ধ কিনা । রবিবার মুম্বাইয়ে মধু দণ্ডবতের জন্মবার্ষিকীতে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ফারুক আবদুল্লাহ বলেছেন,’রাম কি শুধুমাত্র হিন্দুদের,আরএসএস এবং বিজেপির দেবতা ? রাম কি শুধু অযোধ্যায়ই আছেন ? আর সেখানে যেতে হলে কি আমন্ত্রণের দরকার আছে ? ভগবান রাম সবার। জম্মু-কাশ্মীর সহ সর্বত্র রাম আছেন । ভগবান রাম আমাদের হৃদয়ে, প্রতিটি কণায় বাস করেন, কিন্তু আমরা তাকে চিনতে পারি না ।’ তিনি বলেছেন,’মানুষ যদি ভগবান রামকে চিনত তবে কোনও ঘৃণা থাকত না। আমরা যদি ভগবান রামকে চিনতে পারতাম, তাহলে ঘৃণা থাকত না। মহাত্মা গান্ধী বলেছিলেন ‘রাম রাজ’ ।’ পাশাপাশি তিনি বলেন,’ভারতের জনসংখ্যার ৭০ শতাংশ হিন্দুদেরকে বিশ্বাস করা হচ্ছে যে তারা বিপদে রয়েছে ।’
আজ অযোদ্ধায় শ্রীরাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম লালা নতুন মূর্তির ‘প্রাণ প্রতিষ্টা’ অনুষ্ঠিত হবে । মইসুরের ভাস্কর অরুণ যোগীরাজ দ্বারা খোদাই করা ভগবান রামের শৈশবের মূর্তিটি ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে । গোটা দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এনিয়ে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে । অযোধ্যায় রাম মন্দির ‘প্রাণ প্রতিস্থা’ অনুষ্ঠানের আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলিয়া’ সাজানো হয়েছে। আম্বানির বহুতল ভবনটি রঙীন আলো দিয়ে লেখা “জয় শ্রীরাম” ও প্রজ্জ্বলিত প্রদীপ দিয়ে মুড়ে ফেলা হয়েছে । শুধু ভারতেই নয়,রাম লালার ‘প্রাণ প্রতিষ্টা’ উপলক্ষে আমেরিকার নিউইয়র্কের টাইমস স্কোয়ারে রবিবার রাতে ভারতীয় হিন্দুদের জড়ো হয়ে ভগবান শ্রীরামের সমবেত ভজন গাইতে দেখা গেছে । ভজন গাইতে দেখা গেছে বিমানে অযোধ্যার উদ্দেশ্যে আসা যাত্রীদের ।।