এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,২৪ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার অন্যতম আসামী নলিনী শ্রীহরনকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হল । শ্রীহরণের অসুস্থ মায়ের আবেদনের ভিত্তিতে তামিলনাড়ু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টে এই তথ্য দিয়েছে তামিলনাড়ু সরকার । প্রসঙ্গত,নলিনী রাজীব গান্ধীকে হত্যার জন্য দুই দশকেরও বেশি সময় ধরে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন । তাঁকে ভেলোরে সংশোধনালয়ে মহিলাদের বিশেষ কক্ষে রাখা হয়েছে । ১৯৯১ সালের ২১ মে টাডা আদালত রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে নলিনী এবং অন্যদের সকলকে মৃত্যুদণ্ড দিয়েছিল । যদিও পরে তা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় । নলিনী একবার জেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ।
নলিনী ছাড়াও এই মামলায় দোষী সাব্যস্ত অন্যদের মধ্যে রয়েছে তাঁর স্বামী মুরুগান, সুথিনথিরা রাজা ওরফে সান্থান, এজি পেরারিভালান, রবার্ট পায়াস, জয়কুমার এবং রবিচন্দ্রন । সাজাপ্রাপ্তদের মধ্যে চারজন শ্রীহরন, সানথান, রবার্ট পায়াস এবং জয়কুমার শ্রীলঙ্কার নাগরিক। তামিলনাড়ু সরকার গত বছরের ফেব্রুয়ারিতে মাদ্রাজ হাইকোর্টকে জানিয়েছিল যে রাজীব গান্ধী হত্যা মামলায় সাতজন দোষীর মুক্তির জন্য রাজ্যপালকে সুপারিশ করা হয়েছে ।।