এইদিন ওয়েবডেস্ক,১২ ডিসেম্বর : দীর্ঘ ২৮ বছর পর সুপারস্টার রজনীকান্ত অভিনীত তামিল ছবি ‘মুঠ’ ছবিটি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেল । ছবিটি প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৫ সালের ২৩ অক্টোবর । ছবিটি তখন সুপার ডুপার হিট হয় । বরাবরের মতো এবারেও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে ছবিটি । অভিনেত্রী মীনা এবং ছবির পরিচালক কে এস রবিকুমার ছবিটির প্রথম প্রদর্শনী দেখেছিলেন । এই প্রথম কোনো সুপারহিট ছবি প্রেক্ষাগৃহে দেখলেন অভিনেত্রী মীনা।
ছবিটি দেখার অভিজ্ঞতা শেয়ার করে মীনা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। মীনা দিনটিকে “তৃপ্তি” ও “নস্টালজিয়া” হিসেবে দেখেছেন । এফডিএফএস বা রোহিণী থিয়েটারে প্রথম শো ছিল । যখন ফিল্মটির সমস্ত গান রিপ্লে করা হয়েছিল, তখন দর্শকরা উল্লাস, আনন্দ এবং উত্তেজনায় পূর্ণ হয়ে ওঠে । মীনা বলেন, ২৮ বছর পরও ছবিটির জাদু রয়ে গেছে এবং দর্শকদের আবেগ সত্যিই অনুপ্রেরণাদায়ক । দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী মীনা ছবিটি পুনরায় মুক্তি দেওয়ার জন্য প্রোডাকশন হাউসকে ধন্যবাদ জানিয়েছেন ।
কেএস রবিকুমার পরিচালিত, ‘মুথু’ মালয়ালম চলচ্চিত্র থেনমাভিন কোম্বাথ (১৯৯৪)-এর রিমেক। ছবিটি আবর্তিত হয়েছে একজন জমিদার এবং তার এক কর্মীকে ঘিরে,যারা একই মহিলার প্রেমে পড়ে, সেটা জমিদারের অজানা ছিল, এদিকে নিজের কর্মীর উপর চরম বিশ্বাস করতেন জমিদার । সেই ত্রিকোন প্রেমের পটভূমিতে আবর্তিত হয়েছে ছবিটির গল্প । ছবিতে রজনীকান্ত ও মীনা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন । ছবিটি প্রযোজনা করেছে কবিতালায়া প্রোডাকশন ।।