এইদিন ওয়েবডেস্ক,যোধপুর,২৫ এপ্রিল : পাকিস্থান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা হিন্দুদের ঘরবাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল রাজস্থানের কংগ্রেস সরকার । সোমবার রাজস্থানের যোধপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ মিলে জবরদখলের অভিযোগ তুলে হিন্দু বসতিটি কার্যত উজার করে দেয় । পাকিস্থানি হিন্দু-শিখ উদ্বাস্তুদের জন্য গঠিত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ড: ওমেন্দ্র রতনু একটি ভিডিও সহ পোস্ট করেছেন,’পাকিস্তানের হিন্দুদের জন্য আমাদের যোধপুর বসতি থেকে বিধ্বংসী খবর আসছে । যোধপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ আজ যোধপুরের গঙ্গানায় হিন্দুদের একটি সম্পূর্ণ উপনিবেশে বুলডোজার চালিয়েছে । চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী হাজার হাজার হিন্দু মহিলা ও শিশু উদ্বাস্তু গৃহহীন হয়ে পড়েছে ।’
পাকিস্থানের মুসলিম কট্টপন্থীদের অত্যাচারে অতিষ্ট হয়ে পাকিস্থান-ভারত সীমান্তবর্তী কয়েকটি পাকিস্তানি গ্রামের শতাধিক হিন্দু পরিবার বহু দিন আগেই ভারতে পালিয়ে এসেছিল । তারা স্থলপথে বৈধভাবে ভারতে এসে রাজস্থানের যোধপুরের কাছে চোখা গ্রামে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিল । ওই সমস্ত নাগরিকদের দীর্ঘমেয়াদী ভিসা থাকলেও এযাবৎ নাগরিকত্ব দেয়নি ভারত সরকার ।
কিন্তু জবরদখল উচ্ছেদের নামে সোমবার যোধপুর ডেভেলপমেন্ট অথরিটি হিন্দুদের প্রায় দুই শতাধিক বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসে । যদিও বর্তমানে ওই সমস্ত গৃহহীন মানুষরা দাবি করেছেন,তারা স্থানীয় ভূমি মাফিয়াদের ৭০ হাজার থেকে দুই লাখ টাকা করে দিয়ে জায়গা কিনেছেন । যদিও তারা কোনো বৈধ দলিলপত্র দেখাতে পারেনি বলে জানা গেছে । যোধপুর প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, যোধপুরের গান্ধী নগর এলাকার প্রায় ৪০০ বিঘা জমি জবল দখলমুক্ত করা হয়েছে ।।