এইদিন ওয়েবডেস্ক,উদয়পুর,১৩ নভেম্বর : প্রধানমন্ত্রীর উদ্বোধন করা রাজস্থানের উদয়পুর- আহমেদাবাদ ব্রডগেজ রেললাইনের একটি ব্রিজ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা । বিস্ফোরণের ফলে রেললাইনে ফাটলের সৃষ্টি হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) । এটিএস ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করেছে বলে জানা গেছে । প্রাথমিকভাবে বিষয়টি সন্ত্রাসবাদী ঘটনা বলে মনে করছে তদন্তকারী দল ।
জানা গেছে, ট্র্যাকটি মাত্র ১৩ দিন আগে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তবে রেললাইনটি ৩১ অক্টোবর থেকেই চালু হয়ে গেছে ।
শনিবার রাতে উদয়পুর-আহমেদাবাদ ব্রডগেজ রেললাইনলনে উদয়পুর জেলার কেভাদা বনের সামনে ওডা ব্রিজের কাছ থেকে প্রবল জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পান আশপাশের গ্রামের বাসিন্দারা । বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে তার শব্দ বহুদূর পর্যন্ত শোনা যায় । রবিবার সকালে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনে ফাটল দেখতে পায় । এদিকে খবর পেয়ে উদয়পুরের ডিভিশনাল কমিশনার রাজেন্দ্র ভাট, উদয়পুরের জেলাশাসক তারাচাঁদ মীনা, পুলিশ সুপার বিকাশ শর্মা, রেলের এরিয়া ম্যানেজার বদ্রি প্রসাদ সহ একাধিক শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান ।
বিস্ফোরণের জেরে উদয়পুর-আহমেদাবাদের মধ্যে চলা দুটি যাত্রীবাহী ট্রেন বাতিল করে দেওয়া হয় । রবিবার রাতের মধ্যে ট্র্যাক মেরামতের কাজ শেষ হলে সোমবার যাত্রীবাহী ট্রেন দুটি চলাচল করতে পারবে বলে জানিয়েছে রেলদপ্তর ।।