এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ ডিসেম্বর : আজ রবিবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে । সকাল সাড়ে দশটা পর্যন্ত যা প্রবনতা সামনে এসেছে তাতে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের কাছে খুবই হতাশাজনক । বর্তমান প্রবণতা অনুয়ায়ী রাজস্থান ও ছত্রিশগড় কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে । অন্যদিকে বিপুল গরিষ্ঠতা নিয়ে মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় বসতে চলেছেন শিবরাজ সিং চৌহান । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৯ আসন বিশিষ্ট রাজস্থানে ১০০ টি আসনে এগিয়ে আছে বিজেপি । ক্ষমতাসীন দল কংগ্রেস এগিয়ে আছে ৭৮ টি আসনে । অনান্যরা এগিয়ে ১৪ টি আসনে ।
তবে ৯০ টি আসন বিশিষ্ট ছত্তিশগড়ের প্রবনতা চমকে দেওয়ার মত । এখানে ৪০ টিতে এগিয়ে বিজেপি,৩৬ টিতে কংগ্রেস এবং দুটি আসনে অনান্য দল এগিয়ে আছে । খোদ মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল পিছিয়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে ।
এদিকে বিজেপি মধ্যপ্রদেশ যে ফের ধরে রাখতে চলেছে তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে । নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী,মোট ২৩০ টি আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে ১৪৯ টিতে এগিয়ে গেরুয়া শিবির । কংগ্রেস এগিয়ে ৬৫ টি আসনে এবং অনান্যরা ২ টি আসনে এগিয়ে আছে ।
তবে ১১৯ আসন বিশিষ্ট দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় এবারে পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে । নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী,এখানে ৫৬ টি আসনে এগিয়ে কংগ্রেস । এবং ৩৩ টি আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন বিএইচআরএস। পিছিয়ে আছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই রাজ্যেও এবারে ভালো ফলাফল করতে চলেছে বিজেপি। এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে আছে ৭ টি আসনে ।।