এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩১ মার্চ : বক্স অফিসের সর্বকালীন রেকর্ড ভাঙতে চলেছে এসএস রাজামৌলির আরআরআর (RRR) । সাড়ে পাঁচ’শ কোটির বাজেটে তৈরি এই ছবিটি এখন মাত্র পাঁচ দিনে ৬২০ কোটি টাকারও বেশি বিশ্বব্যাপী ব্যবসা করে ফেলেছে । ছবিটির হিন্দি সংস্করণ ৫ দিনে ১০০ কোটির বেশি আয় করেছে । এযাবৎ ভারতে এই ছবিটি ৪১২ কোটি টাকার ব্যবসা করেছে । এখনও পর্যন্ত ভারতে শীর্ষ পাঁচ সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রের তালিকায় তিন নম্বরে এসেছে আরআরআর । এই তালিকার প্রথমে রয়েছে রাজামৌলির ‘বাহুবলী ২’ । মোট ব্যবসা ১০৩১ কোটি টাকা । ৪১৮ কোটি টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছে ‘বাহুবলী’ । রজনীকান্তের ‘২.০'(৪০৮ কোটি) চতুর্থ এবং ৩৮৭.৩৯ কোটি টাকা আয় করে পাঁচ নম্বরে রয়েছে আমির খানের ‘দঙ্গল’ । সর্বকালীন ব্যবসার নিরিখে আরআরআর বাহুবলী’-এর অনেক রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা ।
রাম চরণ তেজা, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ‘আরআরআর’-এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ৫ দিনে ৬০০ কোটি ছাড়িয়ে গেছে । শুক্রবার রিলিজের দিনে ২৫৭.১৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি । শনিবার দ্বিতীয় দিনে ১১৪.৩৮ কোটি, রবিবার তৃতীয় দিনে ১১৮.৬৩ কোটি,সোমবার চতুর্থ দিনে ৭২.৮০ কোটি এবং মঙ্গলবার পঞ্চম দিনে ৫৮.৪৬ কোটি টাকা বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহ করেছে আরআরআর । সেই অনুযায়ী ছবিটি এখন পর্যন্ত ৫ দিনে বিশ্বব্যাপী মোট বক্স অফিস সংগ্রহ ৬২১.৪২ কোটি টাকা । মাত্র ৩ দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা প্রথম ভারতীয় ছবির জায়গা দখল করেছে । এদিকে আরআরআর-এর হিন্দি সংস্করণও ১০০ কোটি ছাড়িয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে । প্রথম সপ্তাহেই এটি ‘বাহুবলী’-এর সমস্ত রেকর্ডও ভেঙে দেবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ।।