এইদিন ওয়েবডেস্ক,বেলগাঁও(কর্ণাটক),১৬ মে : কর্ণাটকের বেলগাঁও-এ চালুক্য এক্সপ্রেস ট্রেনের বিনা টিকিটে ভ্রমণকারী অজ্ঞাত যাত্রীর ছুরি হামলায় মৃত্যু হয়েছে রেলওয়ে কর্মচারী কোচের পরিচারকের । গুরুতর জখম হয়েছে টিটিই সহ ৩ জন । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেলগাঁও জেলার লোন্ডা স্টেশনের কাছে নৃশংস হামলার ঘটনাটি ঘটে । আহতদের বেলগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রেল পুলিশ সূত্রে খবর,আততায়ী বিনা টিকটে চালুক্য এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিল। টিটিইর টিকিট দিতে বললে আততায়ী প্রথমে তর্কাতর্কি শুরু করে এবং তারই মাঝে তাঁকে ছুরিকাঘাত করে । এই দেখে তিন রেলকর্মী তাকে বাঁচাতে ছুটে আসে । তখন তিনজনের মধ্যে রেলওয়ে কর্মচারী কোচের পরিচারককে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় ওই দুষ্কৃতী । বাকি দু’জনও গুরুতর জখম হয় । এরপর খানাপুর রেলস্টেশনের কাছে হামলাকারী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় । আহতদের বেলগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ হামলাকারীর সন্ধান চালাচ্ছে ।।

