এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১১ আগস্ট : দিন তিনেক পরেই ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন হবে দেশ জুড়ে । ওই দিনে সন্ত্রাসবাদী সংগঠনগুলি যাতে কোনও নাশকতা ঘটাতে না পারে তার জন্য কড়া নজরদারি চালাতে শুরু করে দিয়েছে নিরাপত্তা কর্মীরা । বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনে জোরদার তল্লাশি চালাতে শুরু করে দিল কাটোয়া জিআরপি । যদিও করোনা পরিস্থিতির জন্য লোকাল ট্রেন বন্ধ রয়েছে ৷ তবে স্পেশাল,এক্সপ্রেস ট্রেনগুলি চলাচল করছে । এদিন থেকে ওই সমস্ত ট্রেনের যাত্রীদের ব্যাগ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখতে শুরু করে দিয়েছে রেলপুলিশ।
এছাড়া স্টেশনে সন্দেহজনকভাবে কেউ ঘোরাঘুরি করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কারশেডে দাড়িয়ে থাকা ট্রেনগুলিও উপরেও কড়া নজরদারি চালানো হচ্ছে । পাশাপাশি এদিন ব্যাণ্ডেল-কাটোয়া শাখা ও কাটোয়া- আজিমগঞ্জ শাখার প্রতিটি রেল সেতুগুলিতেও নজরদারি চালানো হয় । পূর্ব রেলের হাওড়া ডিভিশনের প্রতিটি স্টেশনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নজরদারি চালানোর জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে বলে রেলদপ্তর সূত্রে খবর ।
কাটোয়া জিআরপি ওসি শেখ রিয়াজ শামিম জানিয়েছেন, রেলের সেতু গুলিতে মেটাল ডিটেক্টর তল্লাশি চালানো হচ্ছে । প্রয়োজনে স্নিপার ডগও ব্যবহার করা হবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চেকিং চলবে বলে জানান তিনি । রেলদপ্তর সূত্রে জানা গেছে,স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের প্রতিটি স্টেশনে কড়া নজরদারি চালানোর জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী প্রতিটি রেল স্টেশনের রেলপুলিশের কর্মীরা একাধিক দলে ভাগ হয়ে নজরদারি চালাতে শুরু করে দিয়েছে ।।