দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ মে : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রেলযাত্রীদের হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্টফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রেলপুলিশ । জানা গেছে, কাটোয়া বর্ধমান শাখায় বলগোনা,কাটোয়া-ব্যাণ্ডেল শাখায় বিষ্ণুপ্রিয়া হল্ট এবং কাটোয়া-আমোদপুর ও আজিমগঞ্জ শাখার চৌরিগাছা পর্যন্ত কাটোয়া জিআরপি এর অধীনে আছে । ওই সমস্ত রেলপথে বিগত ৪৫ দিনে বেশ কিছু রেলযাত্রীদের স্মার্ট ফোন খোওয়া গিয়েছিল । ফোনের মালিকরা এনিয়ে কাটোয়া রেলপুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন । এরপর মোবাইলের আইএমএ নম্বরের সূত্র ধরে সেগুলির হদিশ মেলে ।
কাটোয়া জিআরপি এর ওসি সন্দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বিহার থেকেও কিছু মোবাইল উদ্ধার হয়েছে । উপযুক্ত প্রমান দেখার পর সোমবার ১৫ টি মোবাইল আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় । তিনি বলেন, ‘যাত্রীদের হারিয়ে যাওয়া মোবাইল গুলি ফেরত দিতে পেরে আমরা খুশি ।’ এদিকে স্মার্ট ফোনগুলি হাতে পেয়ে বেজায় খুশি তাপস রুইদাস,অর্পিতা রায়েরা । তাঁরা বলেন, ‘আমারা স্মার্টফোন ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম । রেলপুলিশকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই ।’।