এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : ন্যারো গেজ থেকে ব্রডগেজে উত্তীর্ণ হওয়ার পর থেকেই ট্রেনের সংখ্যায় কোপ পড়ে আমোদপুর-কাটোয়া রেল লাইনে ৷ এদিকে যাত্রীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । ফলে চুড়ান্ত নাকাল হতে হচ্ছে রেলযাত্রীদের ৷ এবারে আমোদপুর-কাটোয়া লাইনে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিতে পথে নামলো আমোদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন । আজ শুক্রবার ট্রেন বৃদ্ধির দাবিতে কেতুগ্রামের পাচুন্দি রেলস্টেশনে অবস্থান বিক্ষোভ করল সংগঠনের সদস্যরা । দুটি এক্সপ্রেস ট্রেন সহ অতিরিক্ত ৬ জোড়া ট্রেনের দাবিতে স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেন তারা ।
আমোদপুর থেকে কাটোয়া পর্যন্ত ন্যারোগেজ লাইনে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল ১৯১৭ সালে। শুরুতে ৮-১০ জোড়া ট্রেন চলত । ন্যারোগেজের পথচলা থামে ২০১৩ সালের ১২ জানুয়ারী । শুরু হয় ব্রডগেজের কাজ । দীর্ঘ প্রায় ৫ বছর ট্রেন চলাচল বন্ধ থাকার পর বড় লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০১৮ সালে ২৪ মে৷ কিন্তু গেজ পরিবর্তন হলেও ট্রেনের সংখ্যা কমিয়ে দেয় রেল দপ্তর । বর্তমানে মাত্র ২ টি ট্রেন চলে এই লাইনে । এদিকে শুধু নিত্য যাত্রীই নয়, বহু পর্যটকের কাটোয়া আমোদপুর লাইন দিয়ে যাতায়ত । কারন বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে ।
সংগঠনের অন্যতম কর্মকর্তা সুবীর সেন বলেন,’ট্রেনের জন্য আমাদের চুড়ান্ত নাকাল হতে হয় । মাত্র দুটি ট্রেন থাকায় মারাত্মক ভিড় হয় । তাই আমাদের দাবি অন্তত দুটি এক্সপ্রেস ট্রেন সহ আরও ৬ জোড়া দেওয়া হোক আমাদের এই রেলপথে ।’।

