প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ অক্টোবর : নবান্নের ছাড়পত্র মিলে গিয়েছে । রাত পোহালেই রবিবার ভোর থেকে বর্ধমান জংশন সহ রাজ্যের সমস্ত রেল পথে আবারও স্বাভাবিক নিয়মে শুরু হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা । তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর বিষয়টি কি ভাবে নিয়ন্ত্রিত হবে তার উত্তর যেমন নেই রেল কর্তৃপক্ষের কাছে তেমনি নেই যাত্রীদের কাছেও। এই অবস্থায় কোভিড বিধি মেনে আদৌ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলে কিনা তা দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে বর্ধমানবাসী ।
কোভিডের সংক্রমণের কারণে বেশ কয়েকমাস যাবৎ বন্ধ ছিল সুবারবার্ণ ও লোকাল ট্রেন চলাচল।শুধু শেষ কয়েক মাস পেট্রল স্পেশাল’ নাম দিয়ে চলেছিল বেশ কিছু লোকাল ট্রেন। রবিবার থেকে পূর্বের মতোই স্বাভাবিক নিয়মে ট্রেন চলবে জেনে খুবই খুশি নিত্য যাত্রী ও সাধারণ যাত্রীরা । বর্ধমান রেল জংশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী এদিন জানান ,“ সব ব্যবস্থা সারা হয়েছে। পরিকাঠামোও তৈরি রয়েছে। রবিবার ভোর থেকেই আবার আগের মত টাইম টেবিল ধরে লোকাল ট্রেন চলবে। তবে অনেক দিন ট্রেন না চলায় কিছু রেকের সমস্যা হতে পারে। সেটাও কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে ।একই সঙ্গে স্টেশান ম্যানেজার বলেন,
৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন যাচ্ছেন কী না তা দেখা রাজ্যের দায়িত্ব। রেলের তরফে এই বিষয়ে এখনো কোনো নির্দেশিকা মেলে নি । তবে যাত্রীরা মাস্ক পরেছেন কিনা সেই বিষয়টি আরপিএফ ও জিআরপি কর্মীরা দেখবেন ।’
রেল দপ্তর সূত্রে খবর ,আগে বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ২৩ জোড়া ট্রেন চলতো ।মেইন লাইনে চলতো ২৬ জোড়া ট্রেন। এতদিন স্পেশাল চলতো ১৮ জোড়া। আর বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত ১২ জোড়ার জায়গায় ৭ জোড়া ট্রেন চলতো। বর্ধমান রামপুরহাট ও বর্ধমান-কাটোয়া লাইনে ৬ জোড়ার জায়গায় ৪ জোড়া ট্রেন চলত।রবিবার থেকে সব ট্রেনই আবার আগের সময় সারণি মেন চলবে।
নিত্যযাত্রী শ্রীমন্ত বন্দোপাধ্যায় বলেন ,’এতদিন কর্মক্ষেত্রে যেতে খুবই অসুবিধা হত । এবারে সুবিধা হবে“। অপর যাত্রী শ্যামল চৌধুরী বলেন, “বেশি সংখ্যায় লোকাল ট্রেন চললে তবেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলা সম্ভব হবে। সেটা না হলে সংক্রমণ ছড়ানোর ভয় থেকেই যাবে।’।