এইদিন ওয়েবডেস্ক,ফারাক্কা(মুর্শিদাবাদ),১৪ ফেব্রুয়ারী : কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবিতে আজ শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার সাঁকোপারা হল্ট স্টেশনে রেললাইন অবরোধ করল ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশন ৷ শতাধিক সংখ্যায় মানুষ এদিন সাঁকোপারা হল্ট স্টেশনে এসে রেললাইন অবরুদ্ধ করে রাখে । ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মালদা গামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুর গামী একটি প্যাসেঞ্জার ট্রেন । রেললাইন অবরুদ্ধ করে হল্ট স্টেশনেই বিভিন্ন দাবির বিষয়ে বক্তব্য পেশ করেন সংগঠনের নেতারা ।
রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয় । ঘটনাস্থলে পৌঁছান মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ। তিনি আন্দোলনকারীদের এই দাবিকে ‘ন্যায়সঙ্গত’ বলে স্বীকার করে এক মাসের মধ্যে কাঠিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় । এডিআরএম, ‘রেলদপ্তর যাত্রীদের পাশে আছে ।’ যদিও এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনের নেতারা।।

