এইদিন ওয়েবডেস্ক,রায়গঞ্জ,০৩ এপ্রিল : খাতায়কলমে বিজেপি বিধায়ক হলেও বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) । বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও তাকে তৃণমূলের বিভিন্ন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখতেও দেখা গেছে । তবে এখনো আনুষ্ঠানিকভাবে তৃণমূলে নাম লেখাননি এই বিজেপি বিধায়ক । এবার কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সঙ্গে ছিল সিআইএসএফ জওয়ানরা ।
জানা গেছে,বুধবার সকালে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় ইডি । জওয়ানরা ঘিরে ফেলে তার দলীয় কার্যালয় । বিধায়কের বিভিন্ন কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী দল । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিযানে রয়েছেন আয়কর দফতরের আধিকারিকরাও । মূলত কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই এই অভিযান বলে জানতে পারা যাচ্ছে । এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন বিধায়ক ।
প্রসঙ্গত,২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা থেকে জয়ী হন কৃষ্ণ কল্যাণীর । কিন্তু তৃণমূল দ্বিতীয় দফায় রাজ্যের শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর থেকেই ভোল বদলে যায় তাঁর । তৃণমূলের নেতাদের সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠতা । তৃণমূলের প্রকাশ্য সভাতেও তাকে গলায় তৃণমূলের উত্তরীয় ঝুলিয়ে উপস্থিত হতে দেখা যায় । যদিও তিনি আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করেননি বা বিজেপি তাকে বহিষ্কারের কথা এযাবৎ ঘোষণা করেনি ।।