এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,৩১ ডিসেম্বর : কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গাঁধিকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তার দল ।কিন্তু বিজেপি রাহুলকে আদপেই কোনো গুরুত্ব দিতেই রাজি নয় । বিভিন্ন উদ্ভট মন্তব্যের কারনে বিজেপি নেতাকর্মী ছাড়াও দেশের বৃহত্তর সংখ্যক মানুষ ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে । এবারে রাহুল গাঁধিকে নিয়ে মুখ খুললেন কংগ্রেসেরই এক প্রাক্তন সাংসদ । প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের ছোট ভাই লক্ষ্মণ সিং শনিবার মধ্যপ্রদেশের গুনা নগরে কংগ্রেস অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্তব্য করেন,রাহুল গাঁধি একজন সাধারণ দলীয় কর্মী এবং তাকে এত হাইলাইট করা উচিত নয় ।
লোকসভায় বক্তব্য দেওয়ার সময় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধির মুখ টিভিতে খুব কমই দেখানো হয় সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাহুল গাঁধি একজন সাংসদ। তিনি দলের সভাপতি নন এবং শুধুমাত্র একজন কংগ্রেস কর্মী। এ ছাড়া রাহুল গাঁধি কিছুই নন ।’
আপনাদের (মিডিয়া) রাহুল গাঁধিকে এতটা হাইলাইট করা উচিত নয় এবং আমাদেরও উচিত নয়। রাহুল গাঁধি শুধু একজন সাংসদ এবং তিনি দলের বাকি সাংসদের মতই বলে মন্তব্য করেছেন লক্ষ্মণ সিং । তিনি আরও বলেন,’কেউই মহান হয়ে জন্মায় না। রাহুল গাঁধিকে এত বড় নেতা মনে করবেন না, আমিও মনে করিনা । তিনি একজন সাধারণ সাংসদ । আপনি তাকে হাইলাইট করলেও তেমন উন্নতি কিছু হবে না ।’ উল্লেখ্য, পাঁচবারের সাংসদ তথা তিনবার বিধায়ক লক্ষ্মণ সিং গত মাসে মধ্যপ্রদেশের নির্বাচনে, গুনা জেলার চাচৌরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রিয়াঙ্কা পেঞ্চির কাছে ৬১,০০০ ভোটে পরাজিত হয়েছন ।।