এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৩ জুন : রাহুল গান্ধী একটা জোকার এবং ৪ জুন ভোটের ফল ঘোষণার পর বিরোধীরা বুক চাপড়াবে বলে মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম । তিনি দাবি করেন এক্সিজ পোলের ভবিষ্যৎবাণীর থেকেও অনেক বেশি ভালো ফলাফল করবে বিজেপি । কংগ্রেসকে অপরিপক্ক বলে অবিহিত করে তিনি মন্তব্য করেন নরেন্দ্র মোদীর মত একজন পরিপক্ক এবং দেশপ্রেমী ব্যক্তিত্বকে প্রধানমন্ত্রী হিসাবে এদেশের খুব দরকার ।
উত্তরপ্রদেশ টাইমসের সাথে একটা সাক্ষাৎকারে প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেন । তিনি বলেন,’এই দেশ গম্ভীর রাজনীতি চায়,পরিপক্ক রাজনীতি চায় । আর বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস পার্টিতে যারা আছে তারা অপরিপক্ক,সিরিয়াস নয় । সব থেকে বেশি অপরিপক্ক কথা রাহুল গান্ধী বলেন । রাহুল গান্ধীর যা আচরণ, ওর যা কথাবার্তা, ওর যা সিদ্ধান্ত, সেগুলো সবই অপরিপক্ক । আর ও অরাজনৈতিক গোষ্ঠীর মধ্যে আবদ্ধ । রাহুল গান্ধীর ইমেজ জোকারের মত । রাহুল গান্ধীর কথায় লোকেরা হাসে ।’
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করে তিনি বলেন,’নরেন্দ্র মোদীজি সাধনা করছেন । নির্বাচনী প্রচার শেষে উনি সাধনা করতে চলে গেলেন । তারপর নরেন্দ্র মোদীজির মুখ থেকে কোন কথা শুনেছেন? উনি শুধু অপেক্ষা করছেন ভোটের ফলাফলের জন্য । আর এদিকে এরা(ইন্ডি জোট), ক্ষমতার লোভে যেনতেন প্রকারেণ কুর্সি দখল করতে চাইছে । মিটিং-এর পর মিটিং করছে। লোকে হাসছে ৷’
আচার্য প্রমোদ কৃষ্ণম অভিযোগ করেছেন যে বুথ ফেরত সমীক্ষায় ইন্ডি জোটের মদত করেছে ৷ আসল কথায় চার জুন যখন ফলাফল বের হবে তখন দেখা যাবে সমীক্ষায় যেটা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি আসনের জয় পাবে বিজেপি । এদেশ নরেন্দ্র মোদীজিকে প্রচন্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসবে বলেও তিনি ভবিষ্যৎবাণী করেন ।
কংগ্রেসকে নিশানা করে আচার্য্য প্রমোদ কৃষ্ণম বলেন, ‘কংগ্রেসের দোকানে এখন বেচাকেনা হচ্ছে না । আর এর জন্য কোন বাইরের লোক নয়, স্বয়ং রাহুল গান্ধী আর ও তার ক্যাম্প দায়ী । আজ কংগ্রেস পার্টি এবং অনান্য বিরোধী দলের দুর্গতির কারন হল রাহুল গান্ধীকে নেতা হিসাবে মেনে নেওয়া । ৪ জুনের পর দেখবেন যে এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা বিদেশে যাবে এবং কোন নতুন ফন্দি তৈরি করবে ।’ তিনি বলেন,’৪ জুন এই সমস্ত লোকেরা বলবে ইভিএম খারাপ। বুক চাপড়াবে । এই কারণেই তো বলছি যে এরা সম্পূর্ণ অপরিপক্ক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব ।
সব শেষে তিনি বলেন,’দেশের মানুষ মোদীর পাশে । মোদীর সিদ্ধান্তের পাশে। আর এই দেশের জন্য নরেন্দ্র মোদির মত একজন দেশভক্ত দরকার। ভারতের সম্মান, ভারতের সমৃদ্ধি এবং ভারতের গৌরবের জন্য নরেন্দ্র মোদীকে দরকার । গোটা বিশ্বে নরেন্দ্র মোদীর মতো জনপ্রিয় নেতা একজনও নাই । নরেন্দ্র মোদী শুধু ভারতের নেতা নন,তিনি গোটা বিশ্বের নেতা ।’।