এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ মার্চ : ‘ভারত জোড়ো যাত্রা’র সময় দাঁড়ি-গোঁফ বাড়িয়ে এবং প্রবল ঠান্ডায় গেঞ্জি পরে ঘুরতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গাঁধীকে । তখন কিছু বর্ষীয়ান কংগ্রেস নেতাদের বলতে শোনা গিয়েছিল রাহুলের নাকি ঠান্ডা লাগে না,উনি নাকি সাধনা বলে শীততাপ জয় করে ফেলেছেন । বিপরীতে অনেকে রাহুলের ওই রূপকে ‘মোদী এফেক্ট’ বলে কটাক্ষ করেছিলেন । ফের এক নতুন অবতারে দেখা গেল কংগ্রেসের যুবরাজকে ।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য বুধবার ব্রিটেনে রওনা হয়েছেন রাহুল । তার আগে দাড়ি-গোঁফ ছেঁটে কোট-টাই পরে নিজের চেহারাই বদলে ফেলেছেন । রাহুল গাঁধী ভারত জোড়ো যাত্রার শেষ অবধি দাড়ি কাটেননি। এই চেহারা বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং ট্রোলড হয় । বর্তমানে রাহুল গান্ধীর নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
এক সপ্তাহের জন্য ব্রিটেন সফরে গেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি । ওই সময়কালে তিনি ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করবেন । কেমব্রিজ জাজ বিজনেস স্কুলে ‘একবিংশ শতাব্দীতে শোনা এবং শেখার'(Listening and learning in the 21st century) শীর্ষক বিষয়ের উপর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর ।।