এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২১ জানুয়ারী : কংগ্রেস সাংসদ রাহুল গাঁধি বর্তমানে তার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করছেন বিজেপি শাসিত আসামে । আজ তিনি আসামের নগাঁও যাওয়ার পথে একটা মজাদার ঘটনা প্রত্যক্ষ করল আসামবাসী । রাহুলের গাড়িটি আসামের সুনীতিপুরে এলে বিপরীত দিক থেকে বিজেপির পতাকা হাতে বেশ কিছু লোকজন “মোদী মোদী” শ্লোগান দিতে দিতে এগিয়ে আসে । ওই মিছিলটি রাহুলের গাড়ির কাছে এলে, সেই শ্লোগান আরও জোরদার হয় । রাহুল প্রথমে গাড়ি থেকে নেমে ভিড়ের মধ্যে চলে যান । যদিও নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে রাখে । এরপর ফের গাড়িতে উঠে জানালার পাশে বসে বিজেপির পতাকা হাতে লোকজনদের উদ্দেশ্যে ক্রমাগত ‘ফ্লাইং কিস’ দিতে থাকেন রাহুল । যদিও তার চোখে মুখে স্পষ্টত ছিল বিরক্তির ছাপ ।
উল্লেখ্য, ভারত জোড়া ন্যায় যাত্রা চলাকালীন আসামের জামুগুড়িহাটে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরাহকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে । তিনি অল্পবিস্তর আঘাত পেয়েছেন বলে জানা গেছে । এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছেন,’২০-২৫ জন বিজেপি কর্মী লাঠি নিয়ে আমাদের বাসের সামনে এসেছিলেন এবং আমি যখন বাস থেকে নামলাম, তারা পালিয়ে গেল… তারা মনে করে যে বিজেপি এবং আরএসএসকে ভয় পেয়েছে কংগ্রেস,’স্বপ্ন দেখছে ওরা । তারা যত খুশি পোস্টার এবং প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলতে চায় ফেলুক, আমরা পাত্তা দিই না। আমরা কাউকে ভয় পাই না, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আসামের মুখ্যমন্ত্রীকে ভয় পাই না।’
রাহুল গাঁধির যাত্রাটি ২৫ জানুয়ারি পর্যন্ত গুয়াহাটিতে থাকবে । আজ এবং খার্গের সাথে নগাঁও এলাকায় একটা জনসভা করেন রাহুল গাঁধি ও মল্লিকার্জুন খাড়কে ।
এদিকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সময় আসামের বট্টদ্রাব সাতরামে মন্দির পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন রাহুল । কিন্তু রামমন্দির উদ্বোধনের জন্য মন্দির পরিচালন কমিটি তাকে সকালে বট্টদ্রাব সাতরামে না যাওয়ার অনুরোধ করেছে । মুখ্যমন্ত্রী হিমান্ডবিশ্ব শর্মাও রাহুল গাঁধিকে রামমন্দির উদ্বোধনের পরে মন্দির যাওয়ার পরামর্শ দিয়েছেন ।।