এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ অক্টোবর : ‘ভোট চুরি’র মিথ্যা জিগির তুলে বিশেষ সুবিধা করতে পারেননি কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গান্ধী । সেই ব্যর্থতার হতাশা থেকে এবারে বিদেশের মাটি থেকে ফের নিজের দেশের কুৎসা করলেন তিনি । তার দফায় দফায় বিদেশ ভ্রমণের সিরিজে এবারে কলম্বিয়ায় পৌঁছে গেছেন রাহুল । কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মাঝে বক্তব্য রাখার সময় তিনি বলে বসেন যে ভারতের গণতান্ত্রিক কাঠামো নাকি নষ্ট হয়ে গেছে । তার কথায়,’ভারত আসলে সকল মানুষের মধ্যে কথোপকথনের একটি জায়গা… বিভিন্ন ঐতিহ্য, ধর্ম, ধারণার জন্য স্থান প্রয়োজন। এবং সেই স্থান তৈরি করার সর্বোত্তম উপায় হল গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে, (গণতান্ত্রিক) ব্যবস্থার উপর ব্যাপক আক্রমণ চলছে। তাই এটি একটি ঝুঁকি ।’ তিনি বলেন,’চিন যা করে আমরা তা করতে পারি না, আমাদের কাঠামো এই ব্যবস্থা মেনে নেবে না ।’
দুর্নীতি মোকাবিলার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাহুল গান্ধি ক্ষমতার বিকেন্দ্রীকরণকে ‘দুর্নীতি মোকাবিলার কার্যকর উপায়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘ভারতে, আমাদের কেন্দ্রীভূত স্তরে বিপুল পরিমাণে দুর্নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তিন-চারটি শিল্পগোষ্ঠী পুরো অর্থনীতি দখল করে নিচ্ছে। ভারতে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।’
এটা উল্লেখ্য যে ২০১৪ সালের আগে কংগ্রেসের জমানায় কয়লা,স্পেকট্রাম,কমনওয়েলথ গেমস সহ বহু গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছিল । যেগুলি পরিকল্পিতভাবে ধামাচাপা দেওয়ার কাজ করে গেছে তৎকালীন কংগ্রেস সরকার । আজ সেই কংগ্রেসের এক বর্ষীয়ান নেতার মুখে মোদী সরকারের আমলে কথিত দুর্নীতি নিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতাকে অনেকে প্রহসন বলে মনে করছেন৷ তবে এটাও একটা বিষয় যে বিভিন্ন সময় রাহুল গান্ধী বালখিল্য কথাবার্তা বলে নিজেকে উপহাসের পাত্র করে তোলেন । যেমন তিনি বলেছিলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে এমন মেশিন আনবো যাতে একদিকে আলু ঢোকালে অন্যদিকে সোনা বের হবে । এখনো তার এই বক্তব্য নিয়ে মজাদার মিম তৈরি করেন অনেকে ।।