এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ আগস্ট : সাংসদ পদ ফিরে পেতেই ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী । তিনি সংসদের অধিবেশনের মাঝে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানিকে ‘ফ্লাইং কিস’ দিয়েছেন বলে অভিযোগ । স্মৃতি ইরানি এই ঘটনাকে ‘একজন পুরুষের অসভ্য আচরণ’ এবং ‘রাহুল গাঁধীর পরিবারের সাধারণ লক্ষণ বলে কটাক্ষ করেছেন ।’ এদিকে ২০ জন মহিলা সাংসদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হয়েছে ।
চিঠিতে লেখা হয়েছে,’কেরালার ওয়েনাডের সাংসদ রাহুল গাঁধীর দ্বারা হাউসে ঘটনাটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । উল্লিখিত সদস্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানির উদ্দেশ্যে অশালীন আচরণ করেছেন এবং এই সংসদের সদস্যের প্রতি অনুপযুক্ত অঙ্গভঙ্গি করেছেন যখন তিনি সংসদে বক্তব্য রাখছিলেন । আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই ৷ সদস্যের আচরণ, যা সংসদের মর্যাদাপূর্ণ মহিলা সদস্যদের শুধু অপমানই করেনি, এটি এই সম্মানিত সংসদের মর্যাদাও ক্ষুন্ন করেছে ।
আজ বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিতর্কের দ্বিতীয় রাহুলকে প্রথম কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল । রাহুল তার বক্তৃতা শেষ করার সাথে সাথে এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তার বিবৃতি শুরু করেছিলেন । আর তখনই স্মৃতি ইরানির উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন রাহুল । বর্ষীয়ান সাংসদরা বলছেন, ভারতের পার্লামেন্টের ইতিহাসে এমন ঘটনা আগ্র কখনো ঘটেনি ।
স্মৃতি ইরানি এই প্রকার অনুপযুক্ত অঙ্গভঙ্গির জন্য রাহুল গাঁধীর নিন্দা করে বলেন, কংগ্রেস বংশের কর্মে মর্যাদার অভাব রয়েছে । রাহুলের নাম না নিয়ে স্মৃতি ইরানি বলেন, যাকে আমার আগে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল সে চলে যাওয়ার আগে অশ্লীলতা প্রদর্শন করেছিল । এটি কেবলমাত্র একজন অসামাজিক পুরুষের পক্ষেই সম্ভব যে সংসদের একজন মহিলা সদস্যকে ফ্লাইং কিস দেয় । দেশের সংসদে এমন অমার্জিত আচরণ আগে কখনো দেখা যায়নি ।’
এদিকে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘তিনি ফ্লাইং কিস দিয়েছেন । কী হয়েছে রাহুল গান্ধীর ? এত মহিলা হাউসে বসে আছেন, তার কোনো শিষ্টাচার নেই ? এটা খুবই বেদনাদায়ক ।’ তবে এই প্রথম নয়,এর আগেও সংসদের অধিবেশন চলাকালীন চোখ মারতে দেখা গিয়েছিল সোনিয়া পুত্রকে ।।