এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ এপ্রিল : আমেঠি লোকসভা আসন থেকে সরে দাঁড়ালেন রাহুল গান্ধী । মা সোনিয়া গান্ধী রায়বেরেলি লোকসভা আসন ছেলে রাহুলকে ছেড়ে দিয়েছেন । শুক্রবার প্রকাশিত কংগ্রেসের তালিকায় রায়বেরেলি থেকে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয়েছে । রাহুল গান্ধীর জায়গায় আমেঠি থেকে কিশোরী লাল শর্মাকে প্রার্থী করেছে কংগ্রেস। উল্লেখ্য,আমেঠি লোকসভা আসনে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । স্মৃতি ইরানি ২০১৯ সালে এই আসনে রাহুল গান্ধীকে শোচনীয়ভাবে পরাজিত করেন । ফের তাঁর কাছে হারার ভয়েই রাহুল আসন বদল করেছেন বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । আজ কংগ্রেসের তালিকা প্রকাশ হতেই “ফাট্টু পাপ্পু”(Fattu Pappu) ট্রেন্ড শুরু হয়ে গেছে । জায়রা নিজম নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন,’খুব মজা হত এখন যদি যোগী আদিত্যনাথজি রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বীতা করতেন।’
প্রসঙ্গত,কার্যত স্বাধীনতার পর থেকেই উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বেরেলি লোকসভা আসন ইন্দিরা গান্ধীর পরিবার একচেটিয়া ভাবে জিতে এসেছে । কিন্তু ২০১৯ সালের নির্বাচনে রায়বেরেলি থেকে সোনিয়া গান্ধী জিতলেও আমেঠি লোকসভা আসনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হারতে হয় রাহুলকে । যদিও আমেঠির পাশাপাশি কেরালার ওয়েনাড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল এবং মুসলিম বহুল ওই আসনে তিনি জিতে সংসদে যান ।
এবারেও আমেঠি আসনে স্মৃতি ইরানিকে টিকিট দিয়েছে বিজেপি । তাই তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী । এযাবৎ সোনিয়া গান্ধী রায়বেরেলির সাংসদ ছিলেন কিন্তু তিনি সম্প্রতি রাজস্থান থেকে রাজ্যসভায় চলে গেছেন ৷ ফলে এই আসনটি খালি হয়ে যায়। এর আগে প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা রায়বেরেলি থেকে লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলা হয়েছিল কিন্তু তিনিও প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত নেন । এবারে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের বিরুদ্ধে লড়বেন রাহুল গান্ধী। দীনেশ প্রতাপ সিং উত্তরপ্রদেশ সরকারের একজন মন্ত্রী। বৃহস্পতিবার তার নাম ঘোষণা করা হয় ।।