এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ ডিসেম্বর : আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন । তার আগে রাজ্যের প্রধান রাজনৈতিক দল তৃণমূল- বিজেপি- সিপিএম প্রচারের ময়দানে নেমে পড়েছে । শাসকদল তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি, নারী সুরক্ষা,আইনশৃঙ্খলার অবনতি ও নেতাদের বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারনে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে এরাজ্যে । এই সুযোগ কাজে লাগাতে একের পর এক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে বঙ্গ রাজনীতিতে ।
মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির আজ নতুন দল ঘোষণা করতে চলেছেন৷ কট্টর ইসলামী ভাবমূর্তিকে ঝেড়ে ফেলে হুমায়ুন তার দলকে ধর্মনিরপেক্ষতার মোড়ক লাগিয়ে নামকরণ করেছেন ‘জনতা উন্নয়ন পার্টি’ । পাশাপাশি আবির্ভাব ঘটে গেছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ কেন্দ্রিক আসাউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর । এছাড়া, এবারের ভোটের আগে বঙ্গ রাজনীতিতে আর একটি নতুন দলের আবির্ভাব ঘটেছে । আর সেই দলটি হল বিহার কেন্দ্রিক চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি (Lok Janshakti Party) । ইতিমধ্যেই এলজেপিপার্টি-এর রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়ে গেছে ।
গত ৬ ডিসেম্বর এলজেপিপার্টি-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক আব্দুল খালিক পশ্চিমবঙ্গ রাজ্যে তাদের দলের সভাপতি নাম ঘোষণা করেছেন । আর তিনি হলেন রফিক আলী শেখ । মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ভাকুড়ির বাসিন্দা ইনশান আলী শেখের পুত্র রফিক আলী শেখকে এলজেপিপার্টি-এর রাজ্য সভাপতি করা হয়েছে । বঙ্গ রাজনীতিতে রফিক আলী শেখ নতুন মুখ । মূলত বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দলকে টেক্কা দিতেই তাকে এলজেপি রাজ্য সভাপতি হিসাবে বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত,বিহার বিধানসভার ভোটে এলজেপি ও এআইএমআইএম অভাবনীয় সাফল্য পেয়েছিল । এলজেপি ১৯ টি এবং এআইএমআইএম ৫ টি আসনে জয়লাভ করেছে । যেখানে রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি পেয়েছে মাত্র ২৫ টি আসন । আরও শোচনীয় অবস্থা হয়ে গেছে কংগ্রেসের । কংগ্রেস পেয়েছে মাত্র ৬টি আসন । বিহারের ওই ফলাফলে উদ্বুদ্ধ হয়ে এলজেপি ও এআইএমআইএম এবার পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়িয়েছে । সূত্রের খবর, চিরাগের পাশওয়ান নিজে নির্বাচনী প্রচারে আসবেন । মোটামুটি বলা যেতে পারে যে ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন আকর্ষণীয় হয়ে উঠছে ক্রমশ ।।

