এইদিন ওয়েবডেস্ক,ওয়ারস,০৩ সেপ্টেম্বর : পশ্চিমি দেশগুলিতে জাতি বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছে গেছে । সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক ভারতীয় বংশভূত আমেরিকান নাগরিকের বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল এক ভারতীয়কে । তার আগে টেক্সাসের পার্কিং লটে ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের দেখে ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ স্লোগান দিতে দেখা গিয়েছিল এক মেক্সিকান মহিলাকে । ফের বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় । এবারে ঘটনাস্থল পোল্যান্ডের রাজধানী ওয়ারস । প্রকাশ্য দিবালোকে রাস্তায় এক ভারতীয়ের সঙ্গে অভব্য আচরণ করতে দেখা গেল এক মার্কিন পর্যটককে । আর সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ওই মার্কিন নাগরিকটি ভারতীয় যুবকের ভিডিও করতে শুরু করলে তিনি কারন জিজ্ঞাসা করেন এবং ছবি তুলতে নিষেধ করেন । তখন ওই মার্কিন বলে, ‘আপনি পোল্যান্ডে কেন? আপনি কি মনে করেন আপনারা পোল্যান্ড আক্রমণ করতে পারবেন ? আপনার নিজের দেশ আছে। নিজের দেশে ফিরে যাচ্ছেন না কেন?’
ভারতীয় তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন । তবুও ওই মার্কিন নাগরিক তাঁর পিছু পিছু গিয়ে ভিডিও করে এবং বলে, ‘ইউরোপীয়রা জানতে চায় কেন আপনারা সাদা চামড়ার মানুষের দেশে আসছেন ।কেন নিজের দেশ গড়বেন না ? কেন আপনারা একটি পরজীবী জীব হচ্ছেন ? আপনি আমাদের জাতিকে গণহত্যা করছেন । আপনি একজন আক্রমণকারী । বাড়ি যাও, হানাদার। আমরা আপনাকে ইউরোপে চাই না। পোল্যান্ড শুধুমাত্র পোলিশ দের জন্য । আপনি পোলিশ নন ।’
জানা গেছে,আক্রমণকারী ওই মার্কিন পর্যটকের নাম জন মিনাডেও জুনিয়র । সে গোইম টিভি নামের একটি বর্ণবিদ্বেষমূলক দল চালায় ।
কিন্তু প্রশ্ন উঠছে কেন বারবার মার্কিন নাগরিকদের বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ভারতীয়রা ? অভিজ্ঞমহলের মতে এমনিতেই আমেরিকায় বেকারত্ব চরম পর্যায়ে রয়েছে । তার উপর সিংহভাগ মার্কিন বহুজাতিক সংস্থার শীর্ষপদগুলি দখল করে রেখেছেন ভারতীয়রা । আর ভারতীয়দের মেধার সঙ্গে পেরে উঠতে না পেরে বর্ণবিদ্বেষী হামলা চালাতে শুরু করেছে মার্কিন নাগরিকরা ।।