এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৭ ফেব্রুয়ারী : মুক্তচিন্তা, সৃজনশীলতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর ফতোয়া জারি এবং বিভিন্ন ধরনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে মুখে ‘টেপ’ লাগানো এবং পেরেক বিদ্ধ ‘গীতাঞ্জলি’ কাব্য হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)–সংলগ্ন রাজু ভাস্কর্যের পাশে স্থাপন করা হয়েছিল । সাড়ে ১৯ ফুট উচ্চতা বিশিষ্ট বাঁশ, থার্মোকল ও বইয়ের কাগজ দিয়ে তৈরি ওই ভাস্কর্যটি মূলত বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল । লেখক, শিল্পী ও সাংবাদিকসহ দেশের সব পর্যায়ের মানুষের স্বাধীন মতপ্রকাশে বাধার প্রতিবাদে নির্মিত ভাস্কর্যটি গত মঙ্গলবার রাজু ভাস্কর্যের পাশে আনুষ্ঠানিক ভসবে রাখার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্য করা যায় ভাস্কর্যটি উধাও হয়ে গেছে । তবে কে বা কারা ভাস্কর্যটি সরিয়েছে তা স্পষ্ট নয় । তারই প্রতিবাদে সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ লেখা ব্যানার টানানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ও চারুকলার ভাস্কর্য বিভাগের ছাত্র শিমুল কুম্ভকার বলেন,’বৃহস্পতিবার সকালে ভাস্কর্যটি দেখতে পাচ্ছি না। আসলে ভাস্কর্যটি গুম করে ফেলা হয়েছে।কে বা কারা এটি সরিয়ে ফেলেছে তার বুঝতে পারছি না ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন,’একটা ভাস্কর্যের পাশে আরেকটা ভাস্কর্য বসিয়ে এর সৌন্দর্য নষ্ট করা হয়েছে। অনুমতি ছাড়া ক্যাম্পাসে কারা এমন কাজ করছেন তা জানার চেষ্টা করছি।’।