এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,২৫ ফেব্রুয়ারী : আমেরিকায় প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে ‘রবীন্দ্র উৎসব’ । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বিশ্বমণ্ডলে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৬-৭ মে আয়োজিত হবে ‘উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব’। নিউইয়র্কের নন্দন কানন বলে পরিচিত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টার এই উৎসবের ভেন্যু । রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ-এর আয়োজনে দু’দিনব্যাপী এ উৎসবের সহযোগী হিসেবে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও আমেরিকায় ভারতীয় বাঙালিরা অংশ নেবেন বলে শনিবার সিরডাপে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানালেন উদ্যোক্তারা । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী ও রবীন্দ্র উৎসবের উদ্বোধক ডঃ রেজওয়ানা চৌধুরী বন্যা,বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ভারতের তরফে শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার ও বাংলাদেশের সমন্বয়ক ব্যারিস্টার তানিয়া আমীরসহ ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজন ।
লিখিত বক্তব্যে শিক্ষাবিদ ড. পবিত্র সরকার বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, চিন্তা-ভাবনা, আদর্শ অভিবাসী জীবনে ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। দু’দিনের রবীন্দ্র উৎসবে আমরা এমন কিছু ব্যতিক্রমী আয়োজন করছি যা উৎসবকে ভিন্নমাত্রা দেবে ।’ উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের অন্তত ২৫ টি অঙ্গরাজ্য থেকে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও রবীন্দ্র অনুরাগীরা অংশ নেবেন বলে তিনি জানিয়েছেন ।
আয়োজকরা জানান, দু’দিনের উৎসবে বাংলাদেশি আমেরিকান শিল্পীরা রবি ঠাকুরকে তাদের চারুশিল্পের মাধ্যমে শৈল্পিকভাবে তুলে ধরবেন । অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব আঁকা ছবি প্রদর্শনী হবে। উৎসব প্রাঙ্গণে স্থাপন করা হবে রবি ঠাকুরের একটি ভাস্কর্য। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ তর্কে-বিতর্কে এবং বিদেশিদের চোখে রবীন্দ্রনাথ শীর্ষক তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে ।।