এইদিন ওয়েবডেস্ক,রংপুর,২৪ নভেম্বর : শিশুটা এখনো সোজা করে বাবা-মা বলতে শেখেনি । একটু আদর পেলেই আপন-পর ভেদে কোলে উঠে ঘোরার জন্য আবদার করে । এহেন একটি শিশুকে দেখেও কামভাব জেগেছিল ২০ বছরের এক যুবকের । তারপর সে শিশুকন্যাটিকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে এনে ধর্ষণ করে দিল । এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় । মাত্র ১৯ মাস বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে র্যাব-১৩ গ্রেপ্তার করেছে রাব্বি রহমান (২০)ওরফে রিজুকে । আজ (২৪ নভেম্বর) সোমবার বিকেলে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই ২০২৫ তারিখ বিকাল ৫ টায় শিশুটি তার বাড়ির বাইরে খেলাধূলা করছিলো। তখন আসামি শিশুটিকে নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির কান্নাকাটির শব্দ শুনে তার মা ও ঘটনাস্থলের আশপাশের লোকজন উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় শিশুটির মা রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে । এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর আভিযানিক দল আজ ভোর রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ৪ নম্বর বাহাগিলি ইউনিয়ন থেকে রাব্বি রহমান (২০)ওরফে রিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব ।।

