এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,২২ সেপ্টেম্বর : কাতারের নিউজ চ্যানেল আল জাজিরারকে অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিল ইসরায়েল ডিফেন্স ফোর্স(IDF) । ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লায় রয়েছে ওই খবরের চ্যানেলের অফিসটি । আজ রবিবার রামাল্লায় আল জাজিরার অফিসে হানা দেয় আইডিএফ এবং ৪৫ দিনের জন্য বন্ধের আদেশ জারি করে ।আল জাজিরা জানিয়েছে,’ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা বিল্ডিংটিতে প্রবেশ করে এবং রবিবার ভোরে নেটওয়ার্কের ওয়েস্ট ব্যাঙ্কের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির কাছে বন্ধের আদেশ হস্তান্তর করে। তারা এই সিদ্ধান্তের কারণ উল্লেখ করেনি । সৈনিক আরবীতে বলল,’আমি আপনাকে এই মুহূর্তে সমস্ত ক্যামেরা নিয়ে অফিস থেকে চলে যেতে বলছি।’
ইসরায়েল মে মাসে আল জাজিরাকে দেশের অভ্যন্তরে কাজ করা নিষিদ্ধ করার কয়েক মাস পর এই অভিযান চালানো হয় । ইসরায়েলের অভিযোগ, ফিলস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হয়ে কাজ করতে কাতারের নিউজ চ্যানেল আল জাজিরা। এমনকি হামাসের হয়ে এবং ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র পর্যন্ত ধরেছে আল জাজিরার সাংবাদিকরা । ইসরায়েল ওই চ্যানেলটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করে ।
গত মে মাসে, ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের একটি হোটেল রুমেও অভিযান চালিয়েছিল যা আল জাজিরা তার অফিস হিসাবে ব্যবহার করেছিল।আল জাজিরা এই নিষেধাজ্ঞার নিন্দা করেছিল এবং এটিকে “অপরাধমূলক কাজ যা মানবাধিকার এবং তথ্য সংগ্রহের মৌলিক অধিকার লঙ্ঘন করে” বলে অভিহিত করেছিল । ইসরায়েলের পালটা জানায় যে ‘মৌলিক অধিকার’কে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করার ষড়যন্ত্র চালানোর সূযোগ কোন ইসলামি সংবাদ মাধ্যমকে তারা দেবে না ।।