এইদিন ওয়েবডেস্ক,দোহা,১৮ মার্চ : চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপের জন্য ৮ টি স্টেডিয়ামকে শীততাপ নিয়ন্ত্রিত করেছে কাতার । ফিফার ইতিহাসে এই প্রথম কোনও উপসাগরীয় দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে । তাই বিশ্বকাপকে স্বরণীয় করে রাখতে কোনও খামতি রাখতে চায় না উপসাগরীয় এই দেশটি । মরুভূমির কারনে উপসাগরীয় দেশগুলির তাপমাত্রা বিশ্বের অনান্য দেশের তুলনায় অনেকটাই বেশি । তাই অতিরিক্ত উষ্ণতার কারনে খেলোয়াড় ও দর্শকের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারনে কোটি কোটি টাকা ব্যায় করে আস্ত স্টেডিয়ামগুলিকেই বাতানুকুলে পরিবর্তিত করছে বিশ্বকাপ আয়োজন দেশটি ।
আর এই বিশেষ কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডাঃ সাউদ গনির উপর । যাঁকে কাতারবাসী ডাঃ কুল নামে চেনে । আর তিনি তাঁর দল অনেক গবেষণা এবং পরীক্ষার পর এমন এক কৃত্রিম কুলিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন যে স্টেডিয়ামের বাইরের তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস হলে ভিতরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রিতে । ফলে মরুভূমির দেশে নাতিশীতোষ্ণ আবহাওয়া অনুভব করবে ফুটবলার ও দর্শকরা । উল্লেখ্য,এবারের বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে । চলবে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ।।